পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলায় বিশাল স্বর্ণের মজুদ আবিষ্কৃত হয়েছে। এ আবিষ্কারকে দেশের অর্থনীতির জন্য সম্ভাবনাময় এক ‘গেমচেঞ্জার’ হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সদ্য আবিষ্কৃত এই সোনার মজুদের আনুমানিক মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার।
করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার করাচির চেয়ারম্যান এবং ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি হানিফ গোহর বলেন, ‘এই স্বর্ণের মজুদ পাকিস্তানের বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যথেষ্ট।’
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যেই স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) নজরে আনা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার বেশ কয়েকটি খনন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে।
গোহর বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া মাত্রই সোনার উত্তোলন কার্যক্রম শুরু হবে।
অর্থনীতিবিদেরা বলছেন, এই খনিটি যদি বাণিজ্যিকভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, তাহলে তা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের সহায়তা দেবে এবং চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পথও খুলে দিতে পারে।

