ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০১:১৫ এএম

* রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে বরিশাল, সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়া ও ঢাকার সাভারে ৯টি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান লক্ষ্য করে হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গোয়েন্দা পুলিশের বিশেষ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

গভীর রাতে বরিশালে বাসে আগুন :

পার্কিংয়ে থাকা একটি বাস গভীর রাতে আগুনে পুড়ে গেছে। সোমবার রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার দিনারেরপুল নামক এলাকায় বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে মেট্রোপলিটন বন্দর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এলাকার বাসিন্দারা আগুনের সূত্রপাত জানাতে না পারলেও আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে এটিকে নাশকতা হিসেবে দেখছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭ নভেম্বর মৃত্যুদ-ের রায় হলে এর আগে এবং পরে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নাশকতামূলক কর্মকা- চালিয়ে যাচ্ছে। সেই নাশকতার আগুনে বরিশালের দিনারেরপুলে বাসটি পুড়ল কি না তদন্ত করা জরুরি।

সংশ্লিষ্ট বন্দর থানা পুলিশ বলছে, ১৫-২০ দিন ধরে রাস্তার পাশে পার্কিং করে রাখা হাওলাদার পরিবহনের বাসটিতে সোমবার রাত ২টার দিকে আকস্মিক আগুন জ্বলতে দেখে লোকজন খবর দেয়। এ সময় ঘটনাস্থলের কাছে থাকা পুলিশের একটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে বাসটি সিট এবং কিছু অংশ পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি। রাস্তার পাশে পার্কিংয়ে থাকা বাসটি আগুনে পুড়ে যাওয়া বিস্ময়কর বলে মন্তব্য করেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়রা থানায় খবর দিলেও তারা কাউকে আগুন দিতে দেখেননি। পুলিশ ধারণা করছে, জনমনে ভীতি ছড়ানোর উদ্দেশে গভীর রাতে বাসে আগুন দেওয়া হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, জানান ওসি।

ময়মনসিংহে মাস্ক পরা দুর্বৃত্তরা পিকআপ ভ্যানে আগুন দেয় : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর গাড়িচালক বাড়ি থেকে বের হয়ে দেখেন তিনটি মোটরসাইকেলে মাস্ক পরা ৫-৬ জন পালিয়ে যাচ্ছে। গত সোমবার ভোররাত ৩টার দিকে উপজেলার মশাখালীমুখী সড়কের আকিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, পিকআপের চালক উপজেলার মশাখালী ইউনিয়নের আকিয়াপুর গ্রামের এহসান হাবিব। এর মালিক জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের চান্দুরাটি গ্রামের বাসিন্দা মুইদ সিদ্দিক। আনুমানিক ১৫ মাস আগে ২২ লাখ টাকায় পিকআপ ভ্যানটি কিনেন।

চালক এহসান হাবিব ভোররাত ৩টার দিকে মশাখালীমুখী সড়কের আকিয়াপুর এলাকায় পিকআপ ভ্যানটি রেখে বাড়িতে খেতে যান। এরপর তিনি ফিরে দেখেন পিকআপ ভ্যানটিতে আগুন জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে দেখেন, তিনটি মোটরসাইকেলে পাঁচ থেকে ছয়জনের একটি দুর্বৃত্ত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। তাদের সবার মুখে মাস্ক পরা ছিল। স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নেভান।  গাড়ির মুইদ সিদ্দিক বলেন, পিকআপ ভ্যানটি নিয়ে চালকের মাছের খাদ্য আনতে যাওয়ার কথা ছিল। কিন্তু বাড়ির সামনে গাড়ি রেখে তিনি বাড়িতে খেতে যান। তার যাওয়ার ১০ মিনিটের মধ্যেই পিকআপে আগুন ধরে যায়। পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। কীভাবে কী হলো, আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

রাজধানীর মিরপুর ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত :

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকা ও মৌচাকে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাগুলো ঘটে। পুলিশের তথ্যমতে, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল ছোড়ে। বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন। তার পায়ে আঘাত লাগে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাত একজন ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় গত সোমবার। রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ গত রোববার ও সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট : অন্যদিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজের পাশে একটি বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ অগ্নিকা- ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। অবশ্য আগুনের কারণ ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে এটাকে স্বাভাবিক আগুনের ঘটনা বলছেন অনেকেই।