ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০১:৪৮ এএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তরফে চাওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে অধিদপ্তরের জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীদের। চিঠিতে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য ও একাধিক ছবিসহ প্রতিবেদন সোমবারের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়ে গত রোববার বিভাগীয় উপপরিচালকদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত চিঠিতে বৃহস্পতিবারের মধ্যে তথ্য চাওয়া হয়েছে।

গত শুক্র ও শনিবার দুই দিনে চার দফা ভূমিকম্পের পর জনপরিসরে আতঙ্কে ছড়িয়েছে। কয়েকটি স্কুল-কলেজ রোববার ক্লাস বন্ধ রাখলেও গতকাল সোমবার ক্লাস শুরু করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। হল ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটেও ক্লাস-পরীক্ষা স্থগিত রেখে ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।