পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় (কেপি) একটি পুলিশ গাড়ির কাছে শক্তিশালী বিস্ফোরণে এএসআই গুল আলমসহ তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) প্রদেশটির ডেরা ইসমাইল (ডিআই) খান সংলগ্ন পনিয়ালা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই কেন্দ্রীয় সরকার তীব্র নিন্দা জানায় এবং নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়। পুলিশ জানায়, বিস্ফোরণটি একটি টহল গাড়ির একেবারে কাছাকাছি ঘটে। এর ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এএসআই গুল আলম, কনস্টেবল রফিক ও কনস্টেবল সাখি জান শহিদ হন।সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। অধিক সংখ্যক পুলিশ ফোর্স ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে যায়। ঘটনাটিকে জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত মনে করে তদন্তের জন্য আলামত সংগ্রহ শুরু হয়েছে। এদিকে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি ডিআই খানের পুলিশ সদস্যদের ওপর ‘ফিতনা-উল-খাওয়ারিজ’-এর এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা অভিযানে সাত জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি ওই ‘জঙ্গিরা ভারত সমর্থিত’ বলে দাবি করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন