ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

বললেন শিক্ষা উপদেষ্টা

বিশ্বে স্কাউটসে বাংলাদেশের  চতুর্থ স্থান অর্জন গর্বের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৩৫ এএম

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছেÑ এটি আমাদের গর্ব। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাব-কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব আমাদের সক্ষমতার দৃষ্টান্ত। এ ছাড়া বাংলাদেশ স্কাউটসে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ জন্য স্কাউট নেতাদের ধন্যবাদ জানাই।

গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর শামস হলে আয়োজিত স্কাউট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউটদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘তোমরাই জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা আর মানবিকতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলবে, এটাই দেশের প্রত্যাশা।’
অনুষ্ঠানে ১৯৭ জন কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটকে দেওয়া হয়েছে শাপলা কাব, প্রেসিডেন্টস স্কাউট এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড। প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপদেষ্টা মনোনীতদের পুরস্কার তুলে দেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘স্কাউটিং করলে কেউ পিছিয়ে থাকে না। যত বেশি অংশগ্রহণ বাড়ানো যাবে তত বেশি তারা ভবিষ্যতের অগ্রপথিক হিসেবে নিজেকে গড়ে তুলবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. এহছানুল হক, প্রধান জাতীয় কমিশনার এ বি এম আব্দুস সাত্তার, উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ এবং স্কাউটের কোষাধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভাপতিত্ব করেন জাতীয় সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

শাপলা কাব, কাব স্কাউটদের সর্বোচ্চ পেয়েছেন ১২২ জন। এর মধ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলাসহ ঢাকা জেলা নৌ, ঢাকা রেলওয়ে, সিলেট রেলওয়ে, আখাউড়া রেলওয়ে, পাকশী রেলওয়ে, পাগড়তলী রেলওয়ে বিভাগের কাব স্কাউটরা রয়েছেন।

প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন ৭০ জন স্কাউট, তারা ঢাকা, খুলনা, এয়ার, ঢাকা জেলা নৌ, ঢাকা রেলওয়ে, সিলেট রেলওয়ে, আখাউড়া রেলওয়েসহ বিভিন্ন অঞ্চলের স্কাউট ইউনিট থেকে নির্বাচিত। রোভার স্কাউটদের মধ্যে ৫ জনকে দেওয়া হয়েছে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড।

পুরস্কারপ্রাপ্তরা ২০২০-২৪ সালের শাপলা কাব, ২০২১-২৪ সালের প্রেসিডেন্টস স্কাউট এবং ২০২৩ খ্রিষ্টাব্দের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন, আঞ্চলিক ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ স্কাউটসের তথ্য অনুযায়ী, ২০২০-২৪ সালের মধ্যে মোট ৮ হাজার ২৩৮ জন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।