বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০১:৩৩ এএম

দুর্ঘটনায় আগুনে পুড়ে মৃত ব্যক্তির মর্যাদা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০১:৩৩ এএম

দুর্ঘটনায় আগুনে পুড়ে মৃত ব্যক্তির মর্যাদা

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান প্রশিক্ষণকালে বিধ্বস্তের ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরের মর্মান্তিক এ ঘটনায় রাতে সর্বশেষ খবরে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ ২৭ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত ১৭১ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এমন অনাকাক্সিক্ষত মৃত্যু মেনে নেওয়া কঠিন। তাদের পরিবার-পরিজনকে সান্ত¡না দেওয়ার ভাষা কারো জানা নেই।
তবে যেসব ঈমানদার অগ্নিকা- বা কোনো দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে, তাদের জন্য নবীজির সুসংবাদ রয়েছে।

রাসুলুল্লাহ (সা.) আগুনে পুড়ে মরা ব্যক্তিকে শহিদ বলে আখ্যা দিয়েছেন। পবিত্র হাদিসে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ ইবনে জাবের তাঁর বাবার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর বাবা জাবের (রা.)-কে তাঁর রোগশয্যায় দেখতে গেলেন। তাঁর কাছে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, আমরা মনে করেছিলাম, তুমি আল্লাহর রাস্তায় শহিদ হয়ে মৃত্যুবরণ করবে।

তখন মহানবী (সা.) বলেন, আল্লাহর রাস্তায় শহিদ না হলে তোমরা কাউকে শহিদ মনে করো না? এমন হলে তো তোমাদের শহিদের সংখ্যা অতি অল্পই হবে। আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহিদ, পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহিদ, আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহিদ, পানিতে ডুবে মৃত ব্যক্তি শহিদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি শহিদ, নিউমোনিয়া জাতীয় কঠিন পীড়ায় মৃত ব্যক্তি শহিদ, যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহিদ। (আবু দাউদ, হাদিস : ৩১১১)।

সুবহানাল্লাহ, মহান আল্লাহ কত দয়ালু। মানুষের মৃত্যু অবধারিত।
যখন সময় আসবে, তখন তাকে কেউ আটকে রাখতে পারবে না। সময়ের একমুহূর্ত আগেও কেউ তাকে মারতে পারবে না। তবে কারো মৃত্যু যদি কোনো অনাকাক্সিক্ষত দুর্ঘটনা বা কঠিন রোগে হয়, মহান আল্লাহ তার বিনিময়ে তাকে শাহাদাতের মতো অতি সম্মানের মর্যাদা দিয়ে দেন। উল্লিখিত হাদিসটি ইবনে মাজাহ শরিফে এসেছে এভাবে-জাবের বিন আতিক (রা.) থেকে বর্ণিত, তিনি অসুস্থ হয়ে পড়লে নবী (সা.) তাঁকে দেখতে আসেন। জাবের (রা.)-এর পরিবারের কেউ কেউ বলল, আমরা আশা করতাম যে সে আল্লাহর রাস্তায় শহিদ হয়ে মৃত্যুবরণ করবে।
রাসুলুল্লাহ (সা.) বলেন, তাহলে আমার উম্মতের শহিদের সংখ্যা তো খুব কম হয়ে যাবে। আল্লাহর পথে নিহত হলে শহিদ, মহামারিতে নিহত হলে শহিদ, যে নারী গর্ভাবস্থায় মারা যায় সে শহিদ এবং পানিতে ডুবে, আগুনে পুড়ে ও ক্ষয় রোগে মৃত্যুবরণকারীও শহিদ। (ইবনে মাজাহ, হাদিস : ২৮০৩)। তাদের পরিবার-পরিজনকে ধৈর্যধারণের তাওফিক দান করুন এবং তাদের উত্তম প্রতিদান দিন। আমিন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!