বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ১১:৪৬ পিএম

অভিষেকেই ছিটকে গেলেন তারা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ১১:৪৬ পিএম

অভিষেকেই ছিটকে গেলেন তারা

গুণী অভিনয়শিল্পী হওয়ার পাশাপাশি তারকা খ্যাতির স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত আলো ঝলমলে শোবিজে অনেক তরুণীর আগমন ঘটে। তাদের মধ্যে কেউ কেউ দক্ষতা এবং যোগ্যতা দিয়ে সম্ভাবনাময় তারকা হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেন, আবার কেউ বা কালের নিয়মে হারিয়েও যান। অনেকেই আবার অভিষেকেই ছিটকে পড়েছেন। তাদের নিয়েই এই বিশেষ আয়োজন।
রোদেলা জান্নাত
অভিনয়ের স্বপ্ন নিয়ে নাম লেখান চলচ্চিত্রে। শুরুতেই সুযোগ পান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। এই নায়কের নায়িকা হয়ে রোদেলা জান্নাত ‘শাহেনশাহ’ সিনেমাতে অভিনয় করেন। এই সিনেমার মাধ্যমেই তার চলচ্চিত্রে অভিষেক হয়। ২০২০ সালের মার্চে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর আর তাকে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। বড় পর্দায় অভিষেকের বছরই মডেল-অভিনেতা খালেদ হোসেন চৌধুরীর সঙ্গে রোদেলা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দেশ-বিদেশ করেই এখন কাটছে তার সময়।
আর সিনেমায় দেখা যাবে না জানিয়ে রূপালী বাংলাদেশকে রোদেলা জান্নাত বলেন, ‘আপাতত কাজ নিয়ে ভাবছি না। কারণ, এখন সন্তান অনেক ছোট। ওকেই দেখভাল করতে হয়। তাই এখন অন্যকিছু ভাবতে চাই না। তা ছাড়া পারিবারিক ব্যবসাতেও সময় দিতে হয়। যার কারণে সেভাবে সময় পাচ্ছি না। সন্তান বড় হলে তখন এ নিয়ে ভাবা যাবে। যখনই কাজ করি না কেন সবাইকে জানিয়ে করব।’ নায়িকার কথায় স্পষ্ট, অভিনয় নিয়ে আর ভাবতে চান না তিনি। এখন শুধু সংসার ও ব্যবসায় মন রাখতে চান।
নিশাত নাওয়ার সালওয়া
২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ প্রথম রানার-আপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন জগতে পরিচিতি লাভ করেন নিশাত নাওয়ার সালওয়া। এরপরই তিনি সিনেমায় কাজ শুরু করেন। মোট চারটি সিনেমাতে কাজ করেছেন। মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’র মাধ্যমে প্রথমবার সিনেমায় অভিনয় করেন তিনি। তবে পর্দায় তার অভিষেক হয়েছে ‘বীরত্ব’ সিনেমার মাধ্যমে। এরপর নীরবে মুক্তি পায় ‘বুবুজান’। বাকি দুটি সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘এই তুমি সেই তুমি’ রয়েছে মুক্তির অপেক্ষায়। 
অনেক আগেই সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হলেও কয়েক বছর ধরে মুক্তি থমকে আছে। কবে নাগাদ মুক্তি পাবে তার হদিস নেই। মুক্তির পরিকল্পনা জানে না এই নায়িকাও। দীর্ঘদিন ধরে নতুন সিনেমার খবরে নেই সালওয়া। মাঝে ব্যক্তিগত খবরে আলোচনায় ছিলেন। গত দুই বছর ধরে অনেকটাই নিরুদ্দেশ সালওয়া। দীর্ঘ সময় আমেরিকা কাটিয়ে দেশে ফিরেছেন বলে জানা গেছে। আর সিনেমায় দেখা যাবে কিনা জানতে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
সুস্মিতা মৃদুলা
চিত্রতারকা শাকিব খানের বিপরীতে ‘বিদ্রোহী’ সিনেমা দিয়ে চলচ্চিত্রাঙ্গনে পা রেখেছিলেন চিত্রনায়িকা সুস্মিতা মৃদুলা। কিন্তু অভিষেক চলচ্চিত্র মুক্তির আগেই চলচ্চিত্রাঙ্গন থেকে ছিটকে পড়েন তিনি। মিডিয়ায় পা রাখতে না রাখতেই নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে মৃদুলা বলেছিলেন, ‘ইচ্ছে ছিল সিনেমায় ভালো কিছু করার। প্রথম সিনেমায় সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এই অঙ্গনে আর স্থায়ী হচ্ছি না। পারিবারিক কারণেই মিডিয়া ছাড়ছি। কারণ আমার পরিবার চায় না আমি আর মিডিয়ায় কাজ করি। যে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে সরিয়ে নিতে হয়েছে।’
এই নায়িকার বর্তমান অবস্থান নিয়ে জানতে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি। ২০২১ সালে মৃদুলার বাগদানের খবর পাওয়া যায়। এরপর আর তার খবর মিলেনি। মাঝে ফেসবুকে সক্রিয় ছিল। তবে এখন সেখান থেকেও উধাও তিনি। নিজেকে প্রমাণ করার আগেই স্বপ্ন ভঙ্গ এই সম্ভাবনাময় নায়িকার।
জান্নাতুল ফেরদৌস ¯িœগ্ধা
‘সোনার চর’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে চলচ্চিত্রপাড়ায় হইচই ফেলে দেন লাস্যময়ী জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ যাত্রা শুরু করে সরাসরি নাম লেখান সিনেমায়। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে ¯িœগ্ধার সহশিল্পী জায়েদ খানের পাশাপাশি ছিল তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। সিনেমাটির শুটিংয়ের পর বেশকিছু মিউজিক ভিডিও এবং নাটকে দেখা যায় তাকে। প্রথম সিনেমার মুক্তির আগেই একই নির্মাতার মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ‘সুবর্ণভূমি’ নামের আরেকটি সিনেমায় কাজ করেন স্নিগ্ধা। এতে তার সহশিল্পী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায়।
এরপর ক্যারিয়ারে তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর ভাগ করেছিলেন স্নিগ্ধা। সিনেমার নাম ‘পাপী’। শ্যামল মাওলার বিপরীতে তার অভিনয়ের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি শুটিং ফ্লোড়ে গড়ায়নি। এর আগেই লাপাত্তা হয়ে যান এই অভিনেত্রী। শোবিজে নিজেকে নিয়মিত করতে মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎ করেই হারিয়ে গেলেন!
এমনকি অভিষেক সিনেমার প্রচারণাতেও পাওয়া যায়নি তাকে। ‘সোনার চর’ মুক্তির সময় নিজেকে আড়ালে রাখেন স্নিগ্ধা। কেউ-ই বলতে পারে না এই নায়িকার বর্তমান খবর। হঠাৎ কোথায় হারালেন স্নিগ্ধা? খোঁজ নিলে জানা যায়, তৃতীয় সিনেমার প্রযোজকের গলায় মালা দিয়েছেন তিনি। তার সঙ্গে বেশকিছু দিন বিদেশের মাটিতে অবকাশ যাপন করে সংসার পেতেছেন। যদিও এ নিয়ে স্নিগ্ধার ঘনিষ্ঠ কেউ মুখ খুলছেন না। অভিষেকেই হারিয়ে গেলেন তিনিও।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!