ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বুধবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফয়েজ আহমদ বলেন, নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়েও কাজ করছে সরকার। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশে ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে। বর্তমানে সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, এটা ডিজিটালাইজেশন নয়।
প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারী বলেন, সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করতেও সরকার কাজ করছে। আশা করি, পরবর্তী সরকার এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :