ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কয়েদির নাম মো. সোহেল (৩৫)। তিনি রাজধানীর খিলগাঁওয়ের টেকপাড়া মাতব্বরবাড়ি, ত্রিমোহনী গলির বাসিন্দা এবং মৃত আব্দুল মালেকের ছেলে। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হাসপাতালে সোহেলকে নিয়ে আসা কারারক্ষী সাদেকুল জানান, রাতের দিকে সোহেল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেকে আনা হয়। জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক কয়েদি সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরে ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :