ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

আলোচনায় শানায়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ১২:২৯ এএম

স্টার কিড হিসেবে বলিউডে এবার যুক্ত হলো আরেকটি নাম, শানায়া কাপুর। সদ্যই মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ‘আঁখো কী গুস্তাকিয়া’। সন্তোষ সিং পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন বিক্রান্ত ম্যাসি।
মুক্তির দুই দিন পেরোলেও বক্স অফিসে খুব একটা জমছে না বিক্রান্ত-শানায়ার রোমান্টিক-ড্রামা জনরার ছবিটি।
তবে আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন শানায়া। অভিনয় ও উপস্থিতি দিয়ে দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি।

শানায়া কাপুর জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা। শুধু অভিনয়েই নয়, স্টাইল ও গ্ল্যামারের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছেন তিনি।
সিনেমায় আত্মপ্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এমনটাই বলছে  ভারতীয় সংবাদমাধ্যম। 
শানায়ার বেড়ে ওঠা ফিল্মি আবহে। পরিবারের বেশিরভাগ সদস্যই জড়িয়ে আছেন অভিনয় পেশার সঙ্গে।
তবে স্টারকিড তকমা নয়, নিজের পরিচয়েই বলিউডে জায়গা করে নিতে চান শানায়া। ফ্যাশন সেন্স, আত্মবিশ্বাস আর কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে আরও মজবুত করে তুলছেন এই উঠতি অভিনেত্রী।