দীর্ঘদিন হাসপাতালে থাকার পর অবশেষে গত মঙ্গলবার রাতে বাসায় ফিরেছেন দেশ বরেণ্য লালনশিল্পী ফরিদা পারভীন। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করে ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, ‘তার অবস্থা আগের চেয়ে এখন একটু ভালো। মঙ্গলবার রাতে তিনি (ফরিদা পারভীন) বাসায় ফিরেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
গুরুতর অসুস্থ হয়ে গেলে ৫ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন। ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় তাকে নেওয়া হয় হাসপাতালে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতেও নেওয়া হয় এই শিল্পীকে।
আর ৯ জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়।
বলা দরকার, দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয় তার। সেই সঙ্গে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি।
জানা গেছে, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। কিন্তু কিডনি বিকল রোগীদের যেকোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে।
আপনার মতামত লিখুন :