ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সেই সময়ের কথা খুব মনে পড়ে

রঙের মানুষ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৮:৩৮ এএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলা চলচ্চিত্রের নন্দিত এক অভিনেত্রীর নাম ববিতা। সত্তর ও আশি দশকে অদম্য নায়িকা হয়ে বাংলা চলচ্চিত্রের সাদাকালো পর্দায় আলো ছড়ানো এই অভিনেত্রী এখনো দর্শক-হৃদয়ে অমলিন। আজ এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি ছেলের সঙ্গে উদযাপনের জন্য কিছুদিন আগে কানাডা গিয়েছেন ববিতা।

কানাডার টরন্টোর কিচেনারীতেই থাকেন তার ছেলে। ববিতা জন্মদিন পালন করেন না। তারপরও অভিনেত্রীর কাছে বিশেষ দিন নিয়ে জানতে চাইলে দূর দেশ থেকে বলেন, ‘এখন অনিকের ছুটি নেই। অর্থাৎ আজকের দিনে তাকে অফিস করতে হবে। সত্যি বলতে কী এখানে ঢাকার মতো অনেক অবসর সময়ও নেই, সুযোগও নেই ইচ্ছামতো ঘুরে বেড়ানোর। তবে অনিক অফিস থেকে ফিরে এলে আমরা মা ছেলে কোনো এক সুন্দর জায়গায় ঘুরতে যাব, সেখানেই খাওয়া-দাওয়া করে, মুহূর্তটা ধরে রাখার জন্য ছবিও তুলব। এভাবেই কেটে যাবে এবারের জন্মদিন। তবে দেশের সবাইকে খুব মিস করব।’

যোগ করে ববিতা বলেন, ‘আমি যখন ইউনিসেফের গুডউইল এর শুভেচ্ছাদূত ছিলাম তখন প্রতিবছর ছোট ছোট বাচ্চারা আসত আমার বাসায়। তারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাত, অভিনয় করে দেখাত, এটা খুব ভালো লাগত আমার। সেই সময়টার কথা খুব মনে পড়ে। যাই হোক মনে পড়ছে সুচন্দা আপা, চম্পার কথা আর আমেরিকায় থাকা আমার ভাইদের কথা। সবাইকে নিয়ে যদি জন্মদিন উপদযাপন করা যেত কতই না ভালো হতো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।’

ববিতার নামে অসংখ্য ফেসবুক আইডি সরব রয়েছে। অভিনেত্রী জানান, তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। কিন্তু তার নামে ফেক আইডি খুলে নানান বিব্রতকর পোস্ট দেওয়া হচ্ছে। যে কারণে তার মান সম্মান মারাত্মকভাবে ক্ষুণœ হচ্ছে। এই নিয়ে তিনি থানাতে অভিযোগও করেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। তাই থানার কর্মকা-ের প্রতি হতাশ হয়ে তিনি আগামীতে সাইবার ক্রাইম অ্যাক্টে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।

ববিতাই বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি অস্কার বিজয়ী বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমাতে অভিনয় করেছিলেন। সিনেমার নাম ‘অশনিসংকেত’। শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে তিনি প্রথম ‘সংসার’ সিনেমায় অভিনয় করেন। এর পরপরই নায়িকা হিসেবে এহতেশামের ‘পিচঢালা পথ’ সিনেমায় অভিনয় করেন নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে।

১৯৭৫ সালে প্রথম ‘বাদী থেকে বেগম’ সিনেমায় চাঁদনী চরিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি একে একে ‘নয়নমনি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘হাসন রাজা’, ‘কে আপন কে পর’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি ‘আজীবন সম্মাননা’ লাভ করেন। সর্বশেষ তাকে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দশ বছরেরও বেশি সময় আগে অভিনয়ে দেখা যায়।
জহির রায়হান পরিচালিত ‘টাকা আনা পাই’ চলচ্চিত্রের মাধ্যমে ববিতার ক্যারিয়ারের মোড় ঘুরলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় ‘অশনিসংকেত’কে। সত্যজিৎ রায়ের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ প্রশংসা অর্জন করেন।

ক্যারিয়ারে প্রায় ২৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন ববিতা। এর মধ্যে ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আলোর মিছিল’, ‘ডুমুরের ফুল’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নয়নমনি’, ‘লাঠিয়াল’, ‘মা’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দহন’, ‘দিপু নাম্বার টু’, ‘রামের সুমতি’, ‘নাগ-নাগিনী’, ‘প্রতিজ্ঞা’, ‘চ্যালেঞ্জ’, ‘মিস লংকা’, জীবন সংসার’, ‘লাইলি মজনু’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’ সিনেমাগুলো উল্লেখযোগ্য।