বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৮:৩৯ এএম

৩ ভাষায় ফাহিম ফয়সালের নতুন সুফি গান

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৮:৩৯ এএম

৩ ভাষায় ফাহিম ফয়সালের নতুন সুফি গান

বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে চিত্রায়িত হলো সংগীতশিল্পী ফাহিম ফয়সালের নতুন সুফি গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’। সাঈদ চৌধুরীর গীতিকবিতায় এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। গানে দেখা যাবে শ্রীমঙ্গলের দৃষ্টিনন্দন নানান স্থান।

মিউজিক ভিডিও প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, ‘দীর্ঘদিন যাবত আমি এই গানটি নিয়ে পরিকল্পনা করছিলাম। গানটি নির্মাণের শুরু থেকেই চেয়েছি প্রাকৃতিক ও দৃষ্টিনন্দন কোন লোকেশনে এর শুটিং করব। এর জন্য বেশকিছু লোকেশন দেখার পর সিদ্ধান্ত নেই গানটির চিত্রায়ণ করব শ্রীমঙ্গলে। কারণ বছরের এই সময়টায় শ্রীমঙ্গলের অসাধারণ রূপ ও চমৎকার আবহাওয়া থাকে। তাই সুন্দর একটি পরিকল্পনা করে গানটি চিত্রায়ণ করে ফেলি।

আমরা শিল্পীরা নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবসময়ই চেষ্টা করি দর্শক-শ্রোতাদের নতুন ও মনোমুগ্ধকর গান উপহার দিতে। তাই এই গানের ভিজ্যুয়ালাইজেশনের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি দারুণ দারুণ সব লোকেশনের ল্যান্ডস্কেপ ভিউ রাখতে। আশা করি, এই গানের কথা, সুর, সংগীত, গায়কী এবং চিত্রায়ণ শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

ফাহিম ফয়সাল আরও জানান, তার স্টুডিওতে নিয়মিত নতুন নতুন গান নির্মাণ হচ্ছে। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে।

ফাহিম ফয়সাল সংস্কৃতি ও মিডিয়ার বিভিন্ন শাখায় দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন গত দেড় যুগেরও বেশি সময় ধরে। শুধু গান গাওয়াই নয়, একজন সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও নিয়মিত কাজ করছেন।
এ ছাড়াও তিনি কপিরাইট, মিডিয়া ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একজন গবেষক-বিশ্লেষক-পরামর্শক। কপিরাইট ও ইন্টেলেকচুয়াল প্রোপার্টি সচেতনতায় দেশের ইতিহাসে সর্বপ্রথম ডকুমেন্টারি নির্মাণ করে আস্থা ও সুনাম অর্জন করেছেন এই গায়ক। অধ্যাপনায় নিয়োজিত ছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া বিভাগে।

আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ‘ভার্সডসফট লিমিটেড’ এবং বিজ্ঞাপনী সংস্থা ‘ইনসাইট কমিউনিকেশন’-এর প্রতিষ্ঠাতা ফাহিম ফয়সাল। এ ছাড়াও ‘একিপ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠনের চেয়ারম্যান তিনি। সংগঠনটি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে থাকে।দর্শক-শ্রোতারা ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’ গানটির মিউজিক ভিডিও দেখতে পাবেন ফাহিম ফয়সালের ইউটিউব চ্যানেলে। এ ছাড়াও শ্রোতারা বাংলা, ইংরেজি ও আরবি এই ৩ ভাষার গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’র অডিও শুনতে ও ডাউনলোড করতে পারবেন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ডিজারসহ সকল প্ল্যাটফর্ম হতেও।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!