বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১২:৩৯ এএম

ছক ভেঙেছি

রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১২:৩৯ এএম

ছক ভেঙেছি

টালিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী রুকমা রায়। ছোট পর্দায় ‘কিরণমালা’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন এই অভিনেত্রী। এরপর একে একে ধারাবাহিক থেকে সিরিজের দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন রুকমা। বরাবরই তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে।

এদিকে, প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে একটি মেগা ধারাবাহিকে অভিনয় করেছেন ঋষি কৌশিক ও রুকমা রায়। ইতোমধ্যেই জি-বাংলা সোনার চ্যানেলের নানা অনুষ্ঠানের টিজার দর্শকদের সামনে আনা হয়েছে। ‘শ্রীমান ভগবান দাস’-এর টিজার দর্শকরা দেখেছেন। এই চ্যানেলেই জুটিতে ফিরছেন রুকমা রায় ও ঋষি কৌশিক।
এটি মূলত একটি থ্রিলার ধর্মী মেগা হতে চলেছে। এই মেগার নাম ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম-বেঙ্গল’। এখানে ঋষি কৌশিককে ‘ইন্দ্রজিৎ বসাক’-এর চরিত্রে দেখা যাবে। সে পেশায় একজন পুলিশ। অন্যদিকে, প্রধান মহিলা তদন্তকারী অফিসার হিসেবে থাকছেন রুকমা। এই জুটিকে নিয়ে উন্মাদনা এখন চর্চায়।

অন্যদিকে, রুকমা অনেক আগেই শুরু করেছেন নিজের ব্লগিং চ্যানেল। এমনকি সমাজমাধ্যমেও দারুণ সক্রিয় অভিনেত্রী। নিজের জীবনের খুঁটিনাটি সমাজমাধ্যমেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাই নিজের এক নতুন যাত্রা শুরুর খবরও প্রথমে নেটপাড়ায় জানান দিয়েছিলেন রুকমা। ইঙ্গিত দিয়েছিলেন, নতুন কিছু শুরু করতে চলেছেন তিনি। সেই সময় বহু প্রশ্ন, কৌতূহল তৈরি হলেও মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। নিজের নতুন যাত্রা শুরুর খবর আগে থেকে মোটেই টের পেতে দেননি রুকমা।

তবে এবার সমস্ত জল্পনা কাটিয়ে প্রকাশ্যে আনলেন নতুন যাত্রা শুরুর সুখবর। জানালেন, অভিনয়ের পাশাপাশি এবার নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন তিনি। নিজের শাড়ির প্রতি ভালোবাসা আর বাঙালির শাড়ির প্রতি অমোঘ টান থেকেই শুরু করেছেন তার শাড়ির ব্র্যান্ড ‘ফেমে’।

নতুন পথ চলা শুরু প্রসঙ্গে রুকমা বলেন, ‘ইচ্ছেটা বরাবরই ছিল। তবে খুব অল্প সময়ের চিন্তাভাবনার ফল এই ব্র্যান্ড। বলা যেতে পারে মাত্র এক মাসের মধ্যেই প্রায় সবটা তৈরি করা। শাড়ি পরতে খুব ভালোবাসি আমি। যেকোনো অনুষ্ঠানে বা মনের ভালোলাগা থেকে শাড়িকেই বেছে নিই সাজব বলে। তাই ভাবলাম, আমার পছন্দের শাড়িতে মেয়েদের সাজাব। এখন শাড়িও অনেক কমফোর্টের সঙ্গে পরা যায়। তাই আমার ব্র্যান্ডে সব ধরনের শাড়ি রয়েছে। এ ছাড়াও থাকছে বেশকিছু নামি ডিজাইনার শাড়িও। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে ডিজাইনার ব্লাউজও।’

রুকমার কথায়, ‘আমার পরিবারের কেউ যেমন অভিনয়ের সঙ্গে যুক্ত নন, তেমনই কেউ ব্যবসার সঙ্গেও যুক্ত নন। আমিই ছক ভেঙেছি বরাবর। তাই এবারও সাহস করে নিজের ব্র্যান্ড শুরু করে ফেললাম। যখন প্রথম নিজস্ব কিছু তৈরি করার কথা মাথায় আসে, তখন নাম কী দেব সেই নিয়ে অনেক ভাবনা-চিন্তা করি। কিছুতেই কোনো কিছু পছন্দ হয় না। তারপর হঠাৎ করেই গ্রিক দেবতাদের নাম খুঁজতে শুরু করি, তখন দেখি ফেমের নাম। খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এই নামের মধ্যে রয়েছে সুপ্ত বাসনাকে প্রতিষ্ঠা করার অদম্য লড়াই। যা আমার সঙ্গে খুব মানানসই। তাই এই নামটাই বেছে নিই।’

রুকমা বলেন, ‘যেহেতু সামনেই পূজা আসছে, তাই অনেক নতুন কালেকশনের সমাহারে সাজিয়ে তুলেছি আমার ব্র্যান্ডটিকে। যারা আমায় এতদিন এত ভালোবাসা দিয়েছেন, তাদের সবার জন্য আমার তরফ থেকে এই যাত্রা শুরু যেন একটা নতুন উপহার বলা যেতে পারে। তাই চাইব যেভাবে আমাকে, আমার কাজকে ভালোবাসা দিয়েছেন অনুরাগীরা, ঠিক তেমনভাবেই যেন এই ব্র্যান্ডকেও আপন করে নেন।’

‘লালকুঠি’, ‘দেশের মাটি’, ‘রূপ সাগরে মনের মানুষ’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন রুকমা রায়। অভিনয় করেছেন ‘নষ্টনীড়’, ‘রক্তকরবী’সহ একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজেও। ছোট পর্দায় তাকে শেষ দেখা গিয়েছিল ‘তুমি আশপাশে থাকলে’ মেগা ধারাবাহিকে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!