ছোট পর্দার চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেতা আরশ খান। বেশ কয়েক বছর ধরে দর্শকদের সামনে এসেছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য নাটক। অল্প সময়ের মধ্যে অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও এই অভিনেতা। আরশ খান ২০২১ শোবিজে পা রাখলেও তার অভিনয়ে হাতেখড়ি হয় ২০০৫ সালে থিয়েটার দিয়ে। মায়ের সুবাদেই থিয়েটারে এসেছিলেন তিনি। সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে দর্শক হৃদয় জয় করেছেন এই অভিনেতা। এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প।
সম্প্রতি আরশ অভিনীত মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘প্রথম হারাল মন’ ৫ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এ ছাড়াও সকাল আহমেদের দোষটা কার?’ ১০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। দর্শক চাহিদায় নাটকের সিক্যুয়েল ‘দোষটা কার ২’ নির্মিত হয়েছে। প্রতিশোধের গল্পে নির্মিত নাটকটি শিগগিরই মুক্তি পাবে বলে জানা গেছে। তিনটি নাটকেই আরশের সহশিল্পী সময়ের তরুণ দর্শকপ্রিয় অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার ‘রাজা রানীর গল্প’, ‘বকুল ফুল’ ও ‘শ্যাওলা ফুল’ নামের নাটক তিনটি।
এ প্রসঙ্গে আরশ বলেন, ‘প্রথম সিরিজের সঙ্গে দ্বিতীয় নাটকটির কোনো মিল নেই। পরিচালকও চেয়েছিলেন গল্পে ভিন্নতা রাখতে। দিনশেষে পরিচালক হচ্ছে ক্যাপ্টেন অব দ্য শিপ। তিনি যেভাবে চালিত করবেন আমরা শিল্পীরা সেভাবেই করব। আশা করছি, এবারের গল্পটাও সবার ভালো লাগবে।’
বর্তমানে বেশকিছু নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন আরশ। ছোট পর্দার নায়ক প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোট পর্দায় নায়ক বলে কোনো শব্দ নেই, এটা বড় পর্দার বিষয়। আমরা অভিনয়শিল্পী। নায়ক শব্দটা স্বপ্নের মতো। ছোটবেলায় মনে হতো কোনো এক সময় সিনেমা করব, নায়ক হবো। ভেতরে এই বিষয়টা কাজ করত। তবে অভিনয় করতে গিয়ে দেখি আমরা যারা নাটক করি তারা সবাই চরিত্রের অভিনয়শিল্পী। প্রতিদিন আমার কোনো না কোনো চরিত্র ধারণ করছি। ছোট পর্দায় কিন্তু আলাদা করে গ্ল্যামার শট নেওয়া হয় না। পূর্ব প্রস্তুতিও থাকে না। দুই থেকে তিন দিনের শুটিং। শুটিংয়ের ভেতর একটি চরিত্র ধরে কাজ করা। এটি মূলত একজন চরিত্রাভিনেতার কাজ। আমি মনে করি আমার সঙ্গে সহকর্মীরাও দ্বিমত পোষণ করবেন না। নাটকে নায়ক শব্দ যায় না, অভিনেতা শব্দ যায়।’
জুলাই আন্দোলন থেকে শুরু করে দেশের বিভিন্ন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন আরশ খান। সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন অঙ্গনের কয়েকজন অভিনেত্রী, অভিনেতা ও পরিচালক ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলে এক স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
এই উপদেষ্টার এমন পোস্টের পর আরশ খান নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।’ অভিনেতার এই পোস্ট নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। সব মহলে ভূয়সী প্রশংসা কুড়ান তিনি।
সবার মতো আরশও সিনেমায় অভিনয় করতে আগ্রহী। বড় পর্দায় অভিনয় প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমার একদম ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল সিনেমা করব। নাটকের কথা আগে কখনো ভাবিনি। ২০১৬ সালে একটা টিভিসি করি। এরপর বড় একটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমার জন্য ডাক পাই। কিন্তু তার জন্য ৬ মাস কোনো টিভিসিতে কাজ করতে পারব না। ৬ মাস বসেই ছিলাম, কিছুই হয়নি। এরপর ২০১৭-২০১৮ এর দিকে আমার মনে হল ফিল্মটা আসলে এখনই না। সেই থেকে নাটক শুরু, এখনো চলছে। যখন মনে হবে বড় পর্দার জন্য প্রস্তুত তখন কাজ করব। আপাতত নাটকেই নিজেকে ব্যস্ত রাখতে চাই।’
শত ব্যস্ততার মধ্যেও ভক্তদের মন্তব্য পড়েন বলে জানিয়েছেন আরশ। ভক্তদের মন্তব্য তার পড়তে ভালো লাগে বলেও জানান। আরশ বলেন, ‘সবসময় ভক্তদের মন্তব্যের উত্তর দেওয়ার সুযোগ হয় না কিন্তু আমি নিয়মিত পড়ি। পড়তে আমার ভালো লাগে।’
অবসারে কি করা হয় জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘পরিকল্পনা করে নিজেকে সময় দেওয়া যায় না। পরিকল্পনা করলে কখনো নিজেকে সময় দেওয়া যাবেও না। কাজের অবসরে যতটুকু সময় পাই নিজেকেই সময় দেই। নিজেকে নিয়েই ভাবি। চরিত্রে ডুবে থাকি। এভাবেই আমার সময় কাটে।’
তা ছাড়া লিখতে ভালোবাসেন আরশ। তার পছন্দের লেখকের তালিকায় শীর্ষে আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর আহমদ ছফা, আখতারুজ্জামান ইলিয়াস প্রমুখ। একসময় হুমায়ূন আহমেদের লেখা অনেক পড়েছেন বলে জানিয়েছেন। এ নিয়ে আরশ বলেন, ‘আমি পড়তে ভীষণ ভালোবাসি। শুটিং না থাকলে পড়েই সময় কাটে।’
ছোট পর্দায় আরশের চাহিদা তুঙ্গে। এই অভিনেতা চাইলে মাসের ৩০ দিন শুটিংয়ে ব্যস্ত থাকতে পারেন। কিন্তু এমন ব্যস্ততা চান না তিনি। যে কারণে বেছে বেছে কাজ করছেন। এ প্রসঙ্গে আরশ বলেন, ‘আমার একটা ভক্ত তৈরি হচ্ছে, তাদের মানসম্পন্ন কাজ উপহার দিতে চাই। আমি তাদের আমার পছন্দের কাজ উপহার দিতে চাই। তাহলেই তারা আমাকে বেশি ভালোবাসবেন। আমিও নিজের পছন্দের বাইরে তাদের সঙ্গে শুধু ভিউ হবে, এমন গল্প ভাগাভাগি করে তাদের সঙ্গে প্রতারণা করতে চাই না। কারণ, ভালোবাসা দায়বদ্ধতা থেকে টেকসই হয়। এখন ভিউ মুখ্য তবে সেই জায়গা থেকে ভালো গল্প ও চরিত্রে কাজ করতে চাই।’