কানাডার টরন্টোতে ‘অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভালে’ দেখা যাবে বাংলাদেশের চার সিনেমা। পাঁচ দিনের উৎসবে দেখানো হবে মুক্তিযুদ্ধের সিনেমা ‘১৯৭১: সেই সব দিন’, ‘আম কাঁঠালের ছুটি’, ‘আগন্তক’ ও ‘নয়া মানুষ’। আগামী ২৪-২৮ অগাস্ট টরন্টোর সিনেপ্লেক্স ওডেন এগলিন্টন টাউন সেন্টারে বসবে এই চলচ্চিত্র উৎসব।
প্রতিদিন বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে প্রদর্শনী। টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে ২০১৭ সাল থেকে প্রতিবছর এ চলচ্চিত্র উৎসব হয়ে আসছে। এবারের উৎসবে ২৮ দেশের ৪৭টি চলচ্চিত্র দেখানো হবে।
অন্য দেশের সিনেমার সঙ্গে প্রথম দিন প্রদর্শিত হবে বাংলাদেশের ‘আম কাঁঠালের ছুটি’। ২৫ অগাস্ট দেখা যাবে ‘নয়া মানুষ’ এবং শেষ দিন প্রদর্শিত হবে ‘১৯৭১: সেই সব দিন’ ও ‘আগন্তক’।
শিশুতোষ ঘরানার ‘আম-কাঁঠালের ছুটি’ সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। অভিনয় করেছেন লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল।
চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার গল্প নিয়ে ‘নয়া মানুষ’ সিনেমা তৈরি করেছেন সোহেল রানা বয়াতি। আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এ চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা, মাহিন রহমান, নিলুফার ওয়াহিদ।
‘১৯৭১: সেই সব দিন’ ইনামুল হকের গল্প ভাবনায় সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনার সিনেমা। লাকী ইনামের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন হৃদি হক। এ সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, আব্দুন নূর সজল, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।
‘আগন্তুক’ পরিচালনা করেছেন বিপ্লব সরকার। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। সিনেমার গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সি এক শিশুকে ঘিরে।
মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলের সংসার। কাজলের বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর একদিন আগন্তুকের মতো পরিবারে ফিরে আসে। এই পরিবারটির টানাপোড়েন আর দ্বন্দ্বের গল্প সিনেমায় তুলে ধরেছেন পরিচালক বিপ্লব।