ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকায় ‘গার্ডিয়ানস অব দ্য গডস’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:৪৫ এএম
গার্ডিয়ানস অব দ্য গডস

‘প্রাচ্যনাট’ আর সুইডেনের ‘উঙ্গা ক্লারা’ সম্মিলিতভাবে মঞ্চে আনছে নতুন প্রযোজনা ‘গার্ডিয়ানস অব দ্য গডস’। নাটকটি কথা বলে শিশুদের নিয়ে। এ পৃথিবীর সব শিশুই একটিমাত্র কারণে একই সুতায় বাঁধা-তারা সবাই বাস করে এমন এক পৃথিবীতে, যা প্রাপ্তবয়স্কদের দ্বারা নিয়ন্ত্রিত। পাঁচ মহাদেশের ১১টি দেশের শিশু ও প্রাপ্তবয়স্কদের সাক্ষাৎকারের ভিত্তিতে এরিক উডেনবার্গের লেখা এবং গুস্তাভ দাইনফের নির্দেশনায় নাটকটি তৈরি হয়েছে।

এরিক উডেনবার্গের গল্পের বাংলা রূপান্তর করেছেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত। আজ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ধানমন্ডিতে সন্ধ্যা ৭টা ও ৮টা ১৫ মিনিটে নাটকটির দুটি প্রদর্শনী হবে।

প্রযোজনাটি ২০২৫ সালজুড়ে পাঁচ মহাদেশের ২৫টি দেশে নিজ নিজ ভাষায় মঞ্চায়িত হয়েছে। যার ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল ৩০ মে তুরস্কের দিয়ারবাকর শহরে। এরই ধারাবাহিকতায় নাটকটি বাংলাদেশে প্রিমিয়ার হচ্ছে।নাটকটি ‘দ্য চাইল্ডহুড প্রজেক্ট’-এর একটি অংশ, যা মূলত বাংলাদেশ থেকে শুরু করে ফিনল্যান্ড পর্যন্ত অংশগ্রহণকারী থিয়েটারগুলোর একটি যৌথ আন্তর্জাতিক প্রয়াস। এর মূল লক্ষ্য বিশ্বব্যাপী শিশু ও তরুণদের জন্য সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা।

নির্দেশক গুস্তাভ দাইনফ বলেন, ‘এই অসাধারণ নাটকটি বিশ্বব্যাপী শিশুদের কণ্ঠস্বর তুলে ধরে। দর্শকদের জন্য এটি হতে পারে একাধারে অনুপ্রেরণামূলক ও শক্তিশালী অভিজ্ঞতা-যার সুযোগ জীবনে হয়তো একবারই আসে।’

নাট্যকার এরিক উডেনবার্গ বলেন, ‘সারা বিশ্বের মানুষের জন্যই একটি সার্বজনীন প্রশ্ন হতে পারে- ‘শিশুরা কীভাবে বড়দের জগতে মানিয়ে চলে’। আর এ প্রশ্নের মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তের মানুষকে একসূত্রে বাঁধতে পারা আমার জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক একটি অভিজ্ঞতা।’