সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:৫৬ এএম

জ্যোতির ‘শ্যাম বন্ধুরে’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:৫৬ এএম

জ্যোতির ‘শ্যাম বন্ধুরে’

জ্যোতি এই প্রজন্মের নবীন কণ্ঠশিল্পী। ভীষণ মিষ্টি আর সুরেলা কণ্ঠের এই সংগীতশিল্পী অল্প সময়ের মধ্যেই তার গায়কী দিয়ে চলে এসেছেন আলোচনায়। সংগীত জীবনের শুরুতেই বাংলাদেশের সংগীতাঙ্গনের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে একেবারেই এই প্রজন্মের নতুন একজন গায়িকার দ্বৈত গান গাওয়ার সুযোগ হয়েছে জ্যোতির। মূলত কিছুদিন আগে ধ্রুব’ মিউজিক স্টেশনে প্রকাশিত জ্যোতির লেখা ও সুরে প্রথম মৌলিক গান ‘আমি ধন্য’ প্রকাশের আগেই জ্যোতির কণ্ঠে ‘আমি ধন্য’ গানটি শোনার সুযোগ হয়েছিল আসিফ আকবরের। জ্যোতির মিষ্টি সুরেলা কণ্ঠ ভালোলেগে যায় আসিফ আকবরের। তিনিই জ্যোতিকে তার সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ করে দেন। গত মার্চে আসিফ আকবর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় আসিফ-জ্যোতির প্রথম দ্বৈত গান ‘তুমি শুধু তোমারই মতো’ গানটি।

গানটি প্রকাশের পর বেশ সাড়া ফেলে। ইউটিউবে গানের কমেন্ট বক্সে আসিফ আকবরের সঙ্গে জ্যোতির গায়কীরও প্রশংসা করেছেন শ্রোতাদর্শক। দিনে দিনে এই গানের প্রসারও বাড়ছে। যা জ্যোতির জন্য আগামীতে আরও ভালো ভালো গান করার সুযোগও বয়ে আনছে। এরইমধ্যে জ্যোতির তৃতীয় মৌলিক গান ‘শ্যাম বন্ধু রে’ও ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই গানও চলে এসেছে রাতারাতি আলোচনায়। গানটি লিখেছেন মনসুর সানী, সুর করেছেন মাসুদ টুটুল, সংগীতায়োজন করেছেন স¤্রাট আহমেদ। এটি জ্যোতির একক গান। এই গানের প্রতি শ্রোতাদর্শকের ভালোলাগা দিন দিন বাড়ছে বলে জানান জ্যোতি। জ্যোতি বলেন, ‘শ্যাম বন্ধুরে গানটি নিয়ে আমার ভীষণ প্রত্যাশা ছিল। আমি প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি।

গানটির নেপথ্যে যারা কাজ করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যদিও বা গানে আমার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কিন্তু ছোট বেলায় বাংলা ছায়াছবির গান খুব শুনতাম আমি। আর তখন থেকেই গানের প্রতি তার ভীষণ ভালোলাগা জন্মায়। আমি অনেক বড় একজন শিল্পী হতে চাই।’ কুমিল্লা সরকারি মহিলা কলেজে অনার্স (বিষয় সমাজ কর্ম) তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। নিজের স্বপ্ন পূরণে ঢাকাতেই বসবাস করছেন তিনি। এরইমধ্যে নিজেকে গানে মূলত প্রতিষ্ঠা করার লক্ষ্য থাকলেও উপস্থাপনাটাও করতে আগ্রহী জ্যোতি। যে কারণে একটি কয়েক মাসের কোর্সও করছেন জ্যোতি। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হয়ে তিনি মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। নাটক ‘মলুয়া সুন্দরী’তে মলুয়া চরিত্রে এবং ‘নরকে লাল গোলাপ’ নাটকে প্রধান চরিত্র বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করে অভিনয়ে প্রশংসিত হয়েছেন জ্যোতি

রূপালী বাংলাদেশ

Link copied!