আবারও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন লিওনেল মেসি। তার জোড়া গোলের সুবাদে মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারাল ইন্টার মিয়ামি। হ্যাটট্রিক পেতে পারতেন মেসি। কিন্তু নিজে পেনাল্টি না নিয়ে তরুণ আর্জেন্টাইন ফুটবলারকে সুযোগ করে দিলেন এই কিংবদন্তি। নিজে করলেন ২টি গোল আর বানিয়ে দিলেন আরও একটি। লিগে গোলের তালিকায় মেসি পৌঁছে গেলেন সবার ওপরে। অধিনায়কের অসাধারণ পারফরম্যান্সে প্লে-অফের কাছাকাছি পৌঁছে গেল ইন্টার মিয়ামি। মেসির সহায়তায় তাদেও আইয়েন্দে মিয়ামিকে এগিয়ে নেন প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে ২টি গোল করেন মিয়ামি দলপতি নিজেই। তার ২ গোলের ফাঁকে একটি পেনাল্টি পেয়েছিল মিয়ামি। মেসি নিজে না নিয়ে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন ফুটবলার মাতেও সিলভেতিকে। তবে মিয়ামির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ১৯ বছর বয়সি উইঙ্গার পারেননি সুযোগ কাজে লাগাতে। মেসি নিজে শট নিলে হয়তো হ্যাটট্রিক হতে পারত তার। হ্যাটট্রিক না হলেও ২২ ম্যাচ ২২ গোল করে লিগের গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে উঠে গেলেন তিনি। পেছনে ফেললেন স্যাম সারিজকে।
এদিনই অরল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে পরাজয়ের ম্যাচে গোল করতে পারেননি ন্যাশভিলের স্ট্রাইকার। ৩১ ম্যাচে তার গোল ২১টি। বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে ২৪ মিনিটে গোল হজম করতে বসেছিল মিয়ামি। বক্সের বেশ বাইরে থেকে শট নেন ডিসি ইউনাটেডের ব্রেন্ডন সারভানিয়া। শটে তেমন জোর ছিল না, বল ছিল গোলকিপার অস্কার উস্তারির সোজাসুজি। কিন্তু গ্রিপে নিতে গিয়ে বল হাত থেকে ফসকে পেছনে চলে যায় তার। সৌভাগ্যবশত তা বার ঘেঁষে চলে যায় বাইরে। ২৯ মিনিটে মিয়ামির ইয়ানিক ব্রাইটের হেড ঝাঁপিয়ে রক্ষা করেন ইউনাইটেডের গোলকিপার। ৩৫ মিনিটে নিজেদের অর্ধ থেকেই নিখুঁত দূরপাল্লার পাস দেন মেসি। বল ধরে ছুটে গিয়ে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল জালে পাঠান আইয়েন্দে। ইউনাইটেড সমতায় ফেরে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। মেসি প্রথম গোল পেতে পারতেন ৫৪ মিনিটে।
দুজনকে কাটিয়ে দারুণভাবে বক্সে ঢুকে আরও দুজনের মাঝ থেকে শট নেন তিনি। কিন্তু বল ফিরে আসে ক্রসবারে লেগে। তবে ৬৬ মিনিটে জর্দি আলবার পাস থকে বল পেয়ে আর ভুল করেননি মিয়ামি অধিনায়ক। একটু পরই পেনাল্টি পায় মিয়ামি। মেসি শট না নেওয়ায় বিস্মিত হন ধারাভাষ্যকারেরা। আর্জেন্টাইন সিলভেতির গতিময় শট ফিরে আসে ক্রসবারে লেগে। ৮৫ মিনিটে বক্সের একটু বাইরে বল পেয়ে একজনকে একটু কাটিয়ে বাইরে থেকেই দারুণ শটে বল জালে জড়িয়ে দেন মেসি। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে একটি গোল শোধ করে ইউনাইটেড। তবে আর বিপদ হয়নি মেসিদের।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন