সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০২:২৫ এএম

রিয়াদের বিপক্ষে জোড়া গোলে ৯৪৫

হাজার গোলের স্বপ্ন পূরণের পথে রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০২:২৫ এএম

হাজার গোলের স্বপ্ন পূরণের পথে রোনালদো

হাজার গোলের স্বপ্ন পূরণের পথে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদের বিপক্ষে জোড়া গোল উপহার দিলেন পর্তুগিজ এই মহাতারকা। জোড়া গোল করলেন জোয়াও ফেলিক্সও। দুই অর্ধে দুটি করে গোল করেন রোনালদো ও ফেলিক্স। প্রথমার্ধেই বাকি গোলটি করেন কিংসলে কোমান। এই ম্যাচ ৫-১ গোলে জিতেছে রোনালদোর দল আল নাসর। লিগে নতুন মৌসুমে তাদের হ্যাটট্রিক জয় এটি।

এ নিয়ে ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯৪৫। ঘরের মাঠে ৬ মিনিটেই কোমানের পাস থেকে দলকে এগিয়ে দেন ফেলিক্স। ১৬ মিনিটে গোলের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সাদিও মানে। ৩০ মিনিটে দারুণ গতিতে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান কোমান। রোনালদোর প্রথম গোলটি আসে ৩৩ মিনিটে। পায়ের এক পাশ দিয়ে দুর্দান্ত এক ডিফেন্স-চেরা পাস দেন ফেলিক্স। সঙ্গে থাকা একজনকে ছিটকে গোলকিপারকে পরাস্ত করেন আল নাসর অধিনায়ক। ৪৪ মিনিটে আবার বল জালে পাঠান ফেলিক্স। তবে বিল্ড-আপে সাদিও মানে ফাউল করায় গোল পায়নি আল নাসর। দ্বিতীয়ার্ধের শুরুতেই তা পুষিয়ে দিয়ে ব্যবধান আরও বাড়ান ফেলিক্স।

রোনালদোর পাস থেকে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল হাওয়ায় ভেসে উঠলে গতিময় ভলিতে বল জালে পাঠান তিনি। ৫১ মিনিটে একটি গোল শোধ করে আল রিয়াদ। রোনালদো দ্বিতীয় গোলটি করেন ৭৬ মিনিটে। এখানেও ছোঁয়া আছে ফেলিক্স ও কোমানের। জটলার মধ্য থেকে বক্সের ভেতরে দারুণভাবে ক্রস করেন ফেলিক্স। শুয়ে পড়ে পা দিয়ে কোমান বল বাড়ান রোনালদোর কাছে। ফাঁকায় থেকে তার কাজ ছিল স্রেফ টোকা দিয়ে বল জালে পাঠানো। এ বছর রোনালদোর গোল হয়ে গেল ২৯টি। যেভাবে গোল করে যাচ্ছেন রোনালদো, হাজার গোলের স্বপ্ন পূরণ হতে বেশি সময় অপেক্ষা করতে হবে না।

 

রূপালী বাংলাদেশ

Link copied!