বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে। দীর্ঘ ৩ বছর পর গতকাল রোববার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় পত্রে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়কের পদ পেয়েছেন সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা, সদস্যসচিব হয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন এবং ফজলুল হক মাস্টারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
জেলা বিএনপির কমিটি ঘোষণার পরপরই বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইতে শুরু করেছে। এ সময় তারা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবি করেন। এর আগে পদ বাণিজ্যের অভিযোগে ২০২৩ সালের ১৭ এপ্রিল জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন