জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ব্যবসায় প্রশাসন অনুষদ প্রথমবারের মতো প্রকাশ করল ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউ গবেষণা জার্নাল ‘জেকেকেএনআইইউ বিজনেস রিভিউ’। গতকাল রোববার সকালে গবেষণা জার্নালের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ সম্পাদনা পরিষদের সদস্যরা।
জার্নালটির সম্পাদকের দায়িত্বে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. রাজু আহমেদ।
জার্নালটির ভলিউম-১, সংখ্যা-১, জুন-২০২৫-এ ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জার্নালটির পাঠকদের জন্য মূল্য নির্ধারিত হয়েছে ৩০০ টাকা এবং বিদেশি পাঠকদের জন্য ৫ মার্কিন ডলার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন