একসময় ঈদের মতো দুর্গাপূজাতেও ছিল সিনেমা মুক্তির লড়াই। বেশ কয়েক বছর ধরে সেই চিত্র ভিন্ন। এখনকার সিনেমা ঈদনির্ভর। যে কারণে সারা বছরের মতোই পূজায় সাদামাটা থাকে প্রেক্ষাগৃহগুলো। যদিও এবার ব্যতিক্রম।
আসন্ন পূজা উপলক্ষে আজ একযোগে দেশজুড়ে তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে। সেগুলো হচ্ছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘সাবা’ ও ‘উদীয়মান সূর্য’। তবে অনেকটা নীরবেই সিনেমা তিনটি মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষে সেরকম প্রচারণা দেখা যায়নি সিনেমা তিনটির ক্ষেত্রে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমাটি দেশের বিভিন্ন জেলার ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে কোভিড মহামারির বছর ২০২০ সালে। দৃশ্যধারণের পাঁচ বছর পর আলোর মুখ দেখছে সিনেমাটি। এতদিন নানা কারণে সিনেমাটি থমকে ছিল। তবুও সিনেমাটি নিয়ে আশাবাদী এর নির্মাতা।
‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমাটি আনন্দ (ফার্মগেট), আজাদ (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), চাঁদমহল (কাঁচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানি (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), মোহন (হবিগঞ্জ), চিত্রালী (খুলনা), সংগীতা (খুলনা), সুগন্ধা (চট্টগ্রাম), সোনিয়া (বগুড়া), আনন্দ (কুলিয়ারচর), মাধবী (মধুপুর), রাজতিলক (কাটাখালী), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), অভিরুচি (বরিশাল), সোহাগ (ঘোড়াশাল), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি) এবং দর্শন (ভৈরব) প্রেক্ষাগৃহে দেখা যাবে।
পরিচালক মানিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমরা গল্পনির্ভর একটি সিনেমা বানিয়েছি। আশা করছি, দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন।’ চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। সিনেমাতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলী প্রমুখ।
বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘সাবা’। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘সাবা’র প্রেক্ষাগৃহ তালিকা পাওয়া যায়নি।
সিনেমাটি নিয়ে আশাবাদী মেহজাবীন। তিনি বলেন, ‘আমি চরিত্রটা পড়েই বুঝেছিলাম, এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমাকে এটি করতেই হবে। এ ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। তাই ‘সাবা’ আমার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। আশা করছি, দর্শকও সিনেমাটি পছন্দ করবেন।’
৯০ মিনিট দৈর্ঘ্যের ‘সাবা’ সিনেমায় মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার প্রমুখ। মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে জন্ম নেওয়া এক অমলিন প্রেমের গল্পে নির্মিত এস. এম. শফিউল আযম পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘উদীয়মান সূর্য’ সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর।
সিনেমাটি দেখা যাবে ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), অবকাশ সিনেমা হল (দিনাজপুর), চলন্তিকা সিনেমা (নরসিংদী), সোনালী সিনেমা হল (মাদারীপুর), নসিব সিনেমা হল (নওগাঁ) ও ভাই ভাই সিনেমা হলে (টাঙ্গাইল)।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা শফিউল আযম বলেন, ‘মুক্তিযুদ্ধ কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক। এই সিনেমায় দেশপ্রেমের কথা বলা হয়েছে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের প্রেমের গল্পও তুলে ধরা হয়েছে। প্রেম, ভালোবাসা, অ্যাকশন, গান সব মিলিয়ে দর্শকদের ভালো লাগবে আশা করছি।’
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদ, বিল্লু, শাহেলা আক্তার, সাদিয়া আফরিন, আহমেদ সাজু প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন