আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে বঙ্গরঙ্গ নাট্যদলের নতুন প্রযোজনা ‘মৃত্যুহীন প্রাণ’। প্রখ্যাত নাট্যজন উৎপল দত্তের ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে মঞ্চে নতুন এই নাটকটি। এর নবনাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। নাটকের কারিগরি নির্দেশনায় আসিফ মুনীর। নাটকটি মঞ্চে এনেছে বঙ্গরঙ্গ নাট্যদল।
শ্রমজীবী মানুষের আন্দোলন, রাষ্ট্রীয় নিপীড়ন ও শাসক-শোষিত দ্বন্দ্বের নান্দনিক প্রয়াস এটি। গত আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন শুরু হয়। নির্দেশক মিথুন মোস্তফা বলেন, ‘নিপীড়িত মানুষের কষ্ট আর প্রতিবাদের কথা নাটকের সংলাপ এবং নাট্যকর্মীদের অভিনয়ের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। দীর্ঘদিন পরে মঞ্চে বঙ্গরঙ্গের নতুন নাটকে দর্শক সাড়ায় অনুপ্রাণিত হয়েছি।’
এই নাটকে অভিনয় করছেন একঝাঁক তরুণ নাট্যকর্মী, যারা নিয়মিত মহড়া ও মঞ্চায়নের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করে তুলেছেন। আগস্ট থেকেই নাটকটির ধারাবাহিক মঞ্চায়ন শুরু হয়েছে, যা দর্শকদের মাঝে এরই মধ্যে আগ্রহ তৈরি করেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন