শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:৩৪ পিএম

রোহিত জাহান নিলয়ের ‘ঘুম’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:৩৪ পিএম

রোহিত জাহান নিলয়ের ‘ঘুম’

তরুণ সংগীতশিল্পী রোহিত জাহান নিলয় তার নতুন একক গান ‘ঘুম’ প্রকাশ করেছেন। অলটারনেটিভ ঘরানার এই গানটি প্রকাশ পেয়েছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির লিরিক্স, সুর, কম্পোজিশন থেকে শুরু করে যন্ত্রসংগীত, এমনকি আর্টওয়ার্ক ও লিরিক্যাল ভিডিওসহ সবই করেছেন রোহিত নিজে।

গানটির পেছনের গল্প প্রসঙ্গে রোহিত জানান, এটি তার এক ব্যক্তিগত গল্প। নিজের এক সময়কার প্রিয় পোষা বিড়ালকে কেন্দ্র করে গানটির জন্ম। তিনি বলেন, ‘আমার একটা বিড়াল ছিল, যেটা শুধু পোষা প্রাণী ছিল না, বরং আমার জীবনের বিশেষ অংশ হয়ে গিয়েছিল। ও চলে যাওয়ার পর এক ধরনের শূন্যতা তৈরি হয়, আর সেই শূন্যতা থেকেই ‘ঘুম’ গানটির ভাবনা আসে।’

গানটি আসলে এক ধরনের কল্পিত কথোপকথন। যা রোহিত কল্পনা করেছেন তার বিড়ালের সঙ্গে। তিনি আরও বলেন, ‘একদিন ছাদে বসে গিটার হাতে আকাশের চাঁদ দেখছিলাম। তখন মনে হয়েছিল, যদি বিড়ালটি এখনো বেঁচে থাকত, তাহলে হয়তো তার সঙ্গে কথা বলতে পারতাম। সেই মুহূর্তেই তৈরি হয় গানের শুরুর লাইন ‘যদি কখনও হারিয়ে যাই নীল আকাশে, যদি কখনও আমায় খুঁজে না পাও?’

রোহিত মনে করেন, প্রিয় প্রাণী হারানোর বেদনা অনেকেরই জানা। তারা আমাদের জীবনের কয়েকটা বছর ভাগ করে নেয়, অথচ তারা তাদের পুরো জীবনটাই আমাদের সঙ্গে কাটায়। চলে যাওয়ার পরও তারা কোনো না কোনোভাবে স্মৃতির ভেতর থেকে যায়। তাই এই গান কেবল তার ব্যক্তিগত অনুভূতি নয়, বরং যাদের একই অভিজ্ঞতা হয়েছে, তারাও নিজেদের গল্প খুঁজে পাবেন ‘ঘুম’-এর ভেতর।

‘ঘুম’ গানটি প্রকাশের পর থেকেই অনলাইনে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে রোহিত। গানটি ইউটিউবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!