টালিপাড়ার ব্যস্ততম নায়িকা ইশা সাহা। গত দু’বছরে তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা নেহাত কম নয়। বড় পর্দার পাশাপাশি ইশা ওয়েব সিরিজেও অভিনয় করছেন। অনধিকার চর্চা থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন এই অভিনেত্রী। তাকে খুব একটা ফিল্মি পার্টিতেও দেখা যায় না। তবে নায়িকাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা যেটা হয় তা হল অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে তার সম্পর্কের গুজব। এটা নিয়ে ইশা বা ইন্দ্রনীল কোনোওদিনই মুখ খোলেননি। তবে সম্প্রতি এক পডকাস্টে এসে ইশা স্পষ্ট জানালেন তার সঙ্গে ইন্দ্রনীলের সম্পর্কের কথা।
ইশা স্পষ্ট করে বলেন, ‘এই মুহূর্তে কিছুই চলছে না। চললে জানতে পারবে সবাই। আমাকে ও ইন্দ্রনীলকে একসঙ্গে কোথাও দেখাতে পারবে না।’
নায়িকা বলেন, ‘লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটি আমরা একসঙ্গে কাজ করেছি, আমরা সহ-অভিনেতা। বহু বছর আগে তরুলতার ভূত সিনেমাতেও একসঙ্গে কাজ করেছিলাম।’
ইশা এও বলেন, ‘আমি আমার সহ-অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে কোথাও বাইরে যাই না।’ নায়িকা এও জানান যে তার ও ইন্দ্রনীলের সম্পর্কের গুজব নিয়ে এত বেশি কথা হয়, তিনি আর এই নিয়ে কথা বলতেই চান না।
ইশার কথায়, ‘সবাই যা বুঝছে বুঝুক। ইন্দ্রনীলকে নিয়ে কিছু জিজ্ঞাসা করলে আমি জবাবই দিই না। এটা নিয়ে রহস্যই থাক।’
মাঝে আচমকাই রটে গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে নাকি প্রেম করছেন ইশা। এমনকী ইন্দ্রনীল ও বরখা বিস্তের ১৪ বছরের সংসারও নাকি ভাঙে ইশার জন্য। তবে ইশা ও ইন্দ্রনীল আদৌও প্রেম করছিলেন কিনা, সে বিষয়ে দুজনের কেউই কোনোদিনই মুখ খোলেননি।
এমনিতেই ইশা তার ব্যক্তিগত বিষয়কে আড়ালে রাখতেই পছন্দ করেন। তাকে নিয়ে বা তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হোক, গুঞ্জন হোক সেটা ইশা কোনোওদিনই চান না। তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের কাজ ও ফটোশুট ছাড়া ব্যক্তিগত কোনো কিছুই তিনি শেয়ার করেন না। এমনকী নায়িকা তার মা-বাবাকেও লাইম লাইট থেকে দূরে রেখেছেন। ইশা গুঞ্জনের ঠেলায় জেরবার জীবন।
সম্প্রতি ইশা এক সাক্ষাৎকারে বলেছেন তিনি তার নামে রটা কোনো ভুয়া খবর আর সহ্য করবেন না। বরং এবার সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি। দরকার পড়লে আইনি পদক্ষেপও নিতে পারেন।
প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাতে ইশা ও ইন্দ্রনীল একসঙ্গে কাজ করবেন আবার। পুরীতেও তারা গিয়েছিলেন শুটিং করতে। যদিও ইশার কথানুযায়ী তিনি ও ইন্দ্রনীল শুধুই সহ-অভিনেতা ছাড়া আর কিছুই নয়।