ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

ছেলের মা হলেন প্রকৃতি

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:৪৭ এএম

ছেলে সন্তানের মা হয়েছেন চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। গত সোমবার বগুড়ার একটি স্থানীয় হাসপাতালে তিনি পুত্রসন্তানের মা হয়েছেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে সুখবরটি জানিয়েছেন। মা ও নবজাতক দুজনই ভালো আছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। সন্তানের নাম রেখেছেন রেহজান নূর রূহ। প্রকৃতির স্বামী পরিচালক আদিবাসী মিজান।

প্রকৃতি বলেন, ‘সবার দোয়ায় আমরা দুজনই ভালো আছি। দু-একদিনের মধ্যে বাসায় ফিরব। আগেভাগেই জেনেছিলাম আমার ছেলে সন্তান হবে। যে কারণে নামও ঠিক করে রেখেছিলাম। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সন্তানকে ঘিরেই আমার আগামীর সব ভাবনা।’

প্রকৃতি বৃত্তের বাইরে গিয়ে নিজেকে নানারূপে তুলে ধরছেন। প্রতিনিয়ত বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরছেন এই অভিনেত্রী। শুরুর দিকে তাকে গ্ল্যামারাস চরিত্রে দেখা যেত। ইদানীং চেনা ছকের বাইরে বেরিয়ে নানা চরিত্রে অভিনয় করছেন।

নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন তিনি। তবে প্রকৃতি ব্যস্ত নাটক নিয়ে। ‘নিয়তির প্রতিশোধ’, ‘ভয়ংকর বেক্কল’, ‘বউ যখন মন্ত্রী’, ‘মা মেয়ে বেক্কল’সহ প্রকৃতি অভিনীত বেশকিছু নাটক কোটি ভিউ পেয়েছে ইউটিউবে।

তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘শেষ কথা’, ‘জল শ্যাওলা’ ও ‘যন্ত্রণা’ । বর্তমানে এই অভিনেত্রীর ‘রং রোড: অধ্যায় আদুরী’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।