ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন এ প্রজন্মের অভিনেত্রী পারিসা জান্নাত। এরই মধ্যে তিনি বেশকিছু নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। সম্প্রতি তিনি কাজ করেছেন ‘নিমক হারাম’, ‘জামাই চতুর শ্বশুর ফতুর’, ‘বউ বাছাই’, ‘দুর্নাম’ ও ‘এ কেমন বিয়ে’নামের নাটকগুলোতে। পরিচালনা করেছেন মাসুদ রানা অনিক, নাজমুল রনি ও জিয়াউদ্দিন আলম।
এ ছাড়া তিনি দর্শকপ্রিয় অভিনেতা যাহের আলভী, শামীম হাসান সরকার ও রাশেদ সীমান্তর বিপরীতে একাধিক নাটকে কাজ করেছেন, যা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া ফেলবে বলে মনে করেন পারিসা। নাটকগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন বলে জানিয়েছেন।
পারিসা জান্নাত বলেন, ‘আমি এখন নিয়মিত কাজ করছি। পরিচালকরা আমাকে যেভাবে বিশ্বাস করছেন এবং নতুন নতুন চরিত্রে ভাবছেন, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় দর্শকদের ভালো কাজ উপহার দিতে চাই সবসময়।’

