প্রায় এক যুগ আগে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠে এ উৎসব।
ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগে প্রতিবছর বিরাট আয়োজনে কনসার্ট অনুষ্ঠিত হয়। দেশ সেরা ব্যান্ডগুলো থাকে এই আয়োজনে। এবারও হচ্ছে না ব্যতিক্রম।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এ বছরও ১ ডিসেম্বর চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’। ১২তম এই ব্যান্ড ফেস্ট মাতাবে ১২টি ব্যান্ড দল।
ব্যান্ডদলগুলো হলোÑ উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং এবং তরুণ। গতকাল দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
শাইখ সিরাজ বলেন, ‘তারুণ্যকে জাগিয়ে তোলে ব্যান্ড সংগীত। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ব্যান্ডের শুরুর দিকে পথচলা সহজ ছিল না। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের ব্যান্ডগুলো আজকে এই অবস্থায় এসেছে। আমরা চ্যানেল আই থেকে প্রতিবারই প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়াকে সম্মান জানিয়ে দিনটি বিশেষভাবে পালন করার চেষ্টা করি। আগামীতে অনেক বড় পরিসরে দিনটি পালনের পরিকল্পনা রয়েছে। সেইসঙ্গে ব্যান্ডের গুণী মানুষদের সম্মান জানানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। আমি মনে করি, জাতীয়ভাবে ব্যান্ডের জন্য যদি একটি দিন পালন করা যায়, তাহলে আরও ভালো হয়। আশা করি, সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় রাখবে।’
ফুয়াদ নাসের বাবু বলেন, ‘আইয়ুব বাচ্চুর উদ্যোগেই এটি চ্যানেল আইয়ে চালু হয়েছিল। ব্যান্ড এখন বাংলা মূলধারার সংগীতের অংশ। আমরা এখানে কাজ করছি, ভবিষ্যৎ প্রজন্মও কাজ করতে পারবে। চ্যানেল আইকে ধন্যবাদ, শুরু থেকে সবসময় তারা ব্যান্ড মিউজিকের সঙ্গে ছিল।’
১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে। প্রযোজনায় আছেন অনন্যা রুমা এবং প্রকল্প পরিচালক রাজু আলীম।

