ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নির্বাচনে নামছেন দুই ছাত্র উপদেষ্টা, আগামী সপ্তাহেই পদত্যাগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৩:২৪ এএম
আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করতে যাচ্ছেন। 

জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা পদ ছাড়বেন। বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। 

বিভিন্ন সূত্র বলেছে, গণ-অভ্যুত্থানের সময় নেতৃত্ব দেওয়া সমন্বয়ক হিসেবে পরিচিত এই দুজন পদত্যাগের পর নির্বাচনী মাঠে নামবেন। তারা বিএনপির ছেড়ে দেওয়া কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র আরও জানায়, উপদেষ্টা পরিষদে তাদের পদত্যাগের পর নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারাও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ভাবছেন। 

একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে চূড়ান্ত ভোটার তালিকাও। সম্ভাব্য ভোটের তারিখ হিসেবে ৮ ফেব্রুয়ারির কথা শোনা যাচ্ছে।

অন্যদিকে নির্বাচনকে ঘিরে জোট-রাজনীতির সমীকরণও জটিল হয়ে উঠেছে। বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে নাহিদ ইসলামের বাসায় জোটবিষয়ক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কয়েকটি দলের সঙ্গে জোট করার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও ইউনাইটেড পিপলস বাংলাদেশকে (আপ বাংলাদেশ) জোটভুক্ত করার প্রস্তাব উঠতেই আলোচনা থেমে যায়। উপস্থিত ৪০ নেতার মধ্যে মাত্র তিনজন এই প্রস্তাবের পক্ষে মত দেন। কেউ বিএনপির সঙ্গে জোট চান, আবার কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। এজন্য দলটিতে ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। উপদেষ্টা থেকে নির্বাচন করা নীতিগতভাবে ঠিক নয়। 

তিনি জানান, কোন দল থেকে লড়বেন তা এখনো ঠিক করেননি। তিনি সম্প্রতি কুমিল্লা থেকে ভোটার পরিবর্তন করে ঢাকা-১০ আসনে নাম লিখিয়েছেন। এ আসনেই তার অংশগ্রহণের জোরালো গুঞ্জন রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও কয়েক মাস ধরে পদত্যাগ সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে কথা বলে আসছেন। তার কিছু বক্তব্য ও ফেসবুক স্ট্যাটাস সরকারঘনিষ্ঠ নীতিনির্ধারকদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।