ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সংলাপে বাদ পড়ল আওয়ামী লীগের ৭ শরিক দল, কারণ জানাল ইসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১২:২৬ এএম

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী জোটের শরিক দলগুলোকে সংলাপে ডাকছে না নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘আপাতত’ এ বিষয়ে কমিশনের কোনো সিদ্ধান্ত নেই।

ইসি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিবন্ধিত সব দলকে সংলাপে ডাকার নীতিগত সিদ্ধান্ত থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তির মুখে কমিশন অবস্থান বদলায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এসব দলের মতামত নেওয়ার প্রয়োজনীয়তা ইসির কাছে এখন অগ্রাধিকার পাচ্ছে না।

ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে সুশীল সমাজ, নারী প্রতিনিধিসহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া বিলম্বিত থাকায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ দেরি হয়। নিবন্ধনসংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত সপ্তাহে ৪৮টি দলকে চার দিনে মতবিনিময়ে ডাকে ইসি।

চার দিনে সংলাপে যেসব দল

১৩ নভেম্বর – ১২ দল

এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, সিপিবি, জেএসডি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনএফ ও বিএনএম।

১৬ নভেম্বর – ১১ দল

গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

১৭ নভেম্বর – ১২ দল

বাংলাদেশ লেবার পার্টি, মুক্তিজোট, ন্যাশনাল আওয়ামী পার্টি, কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ–বিএমএল, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, জাগপা, জাকের পার্টি।

১৯ নভেম্বর – ১৩ দল

জামায়াতে ইসলামী, বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, এনসিপি, গণসংহতি আন্দোলন, এনডিএম, বাংলাদেশ লেবার পার্টি, বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বিআরপি, বাসদ মার্কসবাদী।

৪৮টি দলের মধ্যে বিএনপি-জেপি (বিজেপি) ছাড়া সবাই আলোচনায় অংশ নেয়।

যে ৭ দলকে ডাকা হয়নি

ইসিতে নিবন্ধিত ৫৫ দলের মধ্যে যাদের আমন্ত্রণ জানানো হয়নি, তারা হলো; জাসদ, জাতীয় পার্টি–জাপা, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি–জেপি (মঞ্জু), তরিকত ফেডারেশন ও গণতন্ত্রী পার্টি।

ইসি সূত্র বলছে, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে থাকা দলগুলোর অনেকগুলোকেই বাদ দেওয়ায় চাপ ছিল বিভিন্ন রাজনৈতিক দলের। গণঅধিকার পরিষদ, এনসিপিসহ কয়েকটি দল প্রকাশ্যে এ দাবি তোলে।

ইসির অবস্থান

৪৮ দলকে সংলাপে ডাকার পর বাকি দলগুলোর বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘যাদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত ছিল, তা সম্পন্ন হয়েছে।’

নিবন্ধন আবেদনকারী নতুন সাতটি দল কিংবা নিবন্ধিত হয়েও আমন্ত্রণ না পাওয়া দলগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আর কারও সঙ্গে মতবিনিময়ের প্রয়োজন কমিশন বোধ করছে না।