ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সখীপুরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০১:২৪ এএম

টাঙ্গাইলের সখীপুরে ২৬ বছর বয়সি প্রতিবন্ধী মেয়েকে শ^াসরোধে হত্যার পর মা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ধারণা করছেন, ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় মানসিক অশান্তিতে ছিলেন। পাশাপাশি শাহানাজ বেগমের ২৬ বছর বয়সি মেয়ে সাজেদাও প্রতিবন্ধী। এসব অশান্তিতে গত মঙ্গলবার রাতে প্রথমে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার করে পরে নিজে রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাহনাজ।

স্থানীয়রা আরও জানান, শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। এ ছাড়া তার প্রতিবন্ধী মেয়েও অনেক অসুস্থ ছিল। মানসিক ও অর্থনৈতিক চাপে শাহনাজ এমন করেছেন বলে মত তাদের।

সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া এ বিষয়ে বলেন, ‘নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও প্রতিবন্ধী মেয়ে দুজনই গুরুতর অসুস্থ ছিলেন। শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেয়ে এই আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে।’