গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখ-া গ্রামের দুই যুবক অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় একই গ্রামের আরও ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতদের বাড়িতে মাতম নেমে এসেছে।
নিহতরা হলেনÑ পশ্চিম লওখ-া গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ (৪০) এবং আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ (৩০)। নিখোঁজ ছয়জন হলেনÑ ইব্রাহিম শেখ, ধলা শেখ, দুলাল মীনা, আশিক মীনা, সোহেল মোল্যা এবং কাশালিয়া ইউনিয়নের গুনহর গ্রামের নিয়াজ মীনা।
নিহত এনামুলের বাবা আকোব আলী শেখ জানান, গত বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল খুমস উপকূল এলাকা থেকে একটি নৌকা ইতালি অভিমুখে যাত্রা করে। পরে দেশটির কোস্টগার্ড তাড়া করলে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই এনামুল মারা গেছেন বলে তারা নিশ্চিত হয়েছেন।
তিনি আরও জানান, প্রায় এক মাস আগে মাদারীপুরের এক দালালের মাধ্যমে ২১ লাখ টাকায় এনামুলকে লিবিয়ায়য় পাঠানো হয়। ‘২১ লাখ টাকা দিয়ে ছেলে পাঠালাম, শেষে লাশ হয়ে ফিরল। সরকারের কাছে দাবি, ছেলের লাশ যেন দেশে ফিরিয়ে আনা হয়।’ বলেন আকোব আলী।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা প্রিয়জনদের সন্ধান ও মরদেহ ফেরত আনার জন্য সরকারের জরুরি সহায়তা কামনা করেছেন।

