বিভিন্ন দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ মানববন্ধন করেছে। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের সব দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োজিত কর্মচারীদের ঠিকাদার প্রথা বিলুপ্ত করে প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে নিয়োগ ও চাকরির নিশ্চয়তা প্রদান এবং দৈনিক মজুরিভিত্তিক ও প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি উপস্থাপন করা হয়।
মানববন্ধনে শ্রমসংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতানউদ্দিন আহমদ ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আক্তার উপস্থিত ছিলেন। তারা সংহতি প্রকাশ করে বলেন, শ্রমসংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে দ্রুত কর্মচারীদের ন্যায্য দাবি ফিরিয়ে দিতে হবে। কর্মস্থলে শ্রমিক কর্মচারীদের যত ধরনের বৈষম্য আছে তা দূর করে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে।
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান আনিস বলেন, ২০১৮ সাল থেকে এই সংগঠনের মূল দাবি ঠিকাদার প্রথা বিলুপ্ত করতে হবে ও চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে। এই দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত সব ধরনের কর্মসূচি চলমান থাকবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করে পরিপত্র জারি করা না হলে মহাসমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরুল হক নূর বলেন, প্রস্তাবিত ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে সরকারি সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োজিত জনবল স্ব স্ব প্রতিষ্ঠানে গ্যাস, পানি, বিদ্যুৎ,স্বাস্থ্য খাতসহ সব প্রতিষ্ঠানে কর্মবিরতি এবং শাটডাউন পালনে বাধ্য হবে।

