বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একই রাতে তালা ভেঙে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভা এলাকার রোজা ব্যাটারি হাউস ও মনিকা মার্কেটে মতি মিল স্টোরে চুরির ঘটনা ঘটেছে।
ব্যাটারি হাউসের মালিক আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার সারা দিন বেচাকেনা করে রাতে দোকান বন্ধ করে বাসায় যায়। সকালে দোকান খুলতে এসে দেখেন, দোকানের দরজার তালা ভাঙা। রাতে চোরচক্র দোকানের ভেতর রাখা অটোচার্জার ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।
মতি মিল স্টোরের মালিক মতিউর রহমান জানান, গভীর রাতে চোরচক্র দোকানের দরজার তালা ভেঙে তছনছ করে আলমারি থেকে ৮০ হাজার টাকাসহ দলিল ও ব্যাংক চেকসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। সান্তাহার ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল মান্নান জানান, চোর শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চলছে।