দীর্ঘদিন সংস্কারহীন পড়ে থাকা সড়কের দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচির আয়োজন করল রংপুর মহানগরবাসী। রংপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে প্রতীকী ‘গায়েবানা জানাজা’ পড়েন বিক্ষুব্ধ জনতা।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা রেলগেটের পাশে মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো বছরের পর বছর সংস্কার ছাড়া পড়ে রয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় যান চলাচল বিপর্যস্ত। জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। আমরা বারবার রংপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সিটি করপোরেশন।
তারা আরও বলেন, সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় ৫ কি.মি সড়কের ভয়ংকর রকমের বেহাল দশা যেন দেখার কেউ নাই। এই সড়কের দায়িত্ব রংপুর সিটি করপোরেশনের। কিন্তু সড়কের ভয়াবহ বেহাল দশায় তাদের ভ্রুক্ষেপ নেই।এজন্য সাতমাথাবাসী মনে করে, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক, মাহিম প্রমুখ। প্রতিবাদস্বরূপ গায়েবানা জানাজা পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলাম।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনের পথে যাব। জনগণের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাবে। এ বিষয়ে জানতে চাইলে, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, ‘পুরো সিটি এলাকায় প্রায় ৩০০ কিলোমিটার পাকা সড়ক ভাঙাচোরা হয়ে গেছে। এজন্য ২১০ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু করা হবে।