শেরপুরের নকলায় বজ্রপাতে মো. সুজন মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের মোজাকান্দা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মোজাকান্দা এলাকার ফয়জল মিয়ার ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং পেশায় একজন কাঠ ফার্নিচার শ্রমিক ছিলেন। স্থানীয়ভাবে জানা গেছে, সকালে নিজ জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সুজন মিয়া নকলা বাজারের হামিদ ফার্নিচার দোকানে চাকরি করতেন। কৃষি মৌসুমে পরিবারের জমিতে নিজেই কাজ করতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার মৃত্যুতে পরিবারটি বিপাকে পড়েছে।