কুমিল্লার নাঙ্গলকোটে গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধে দুপক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলো, ওই এলাকার রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০), বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। স্থানীয়রা জানায়, গত জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আবুল খায়ের ও শেখ ফরিদ গংদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করেন। এরই জেরে গতকাল বেলা ১১টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়।