ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ছাড়পত্র পেয়ে বাসায় ফিরে গেল দুই শিক্ষার্থী

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৩:৫৮ পিএম
ছবি- সংগৃহীত

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া দুই শিক্ষার্থী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার (২৬ জুলাই) দুপুরের পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মেহাম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, আজ সকালে এই দুর্ঘটনায় দগ্ধ মাসুমা বেগম (৩৬) ও জারিফ ফারহান (১৩) নামের দুইজন মৃত্যুবরণ করেছেন। তবে একইসঙ্গে আমরা দুটি সুসংবাদ পেয়েছি শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা হলো, স্কুলের শিক্ষার্থী আয়ান খান (১২) এবং রাফসি (১২)।

পরিচালক আরও জানান, বর্তমানে ইনস্টিটিউটে ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এছাড়া আরও ৯ জন ‘সিবিআর ক্যাটাগরিতে’ রয়েছেন, যাদের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর। বাকি রোগীরা সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

ডা. নাসির উদ্দিন বলেন, আমরা আগামী এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে আরও অন্তত ১০ জন রোগীকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা করছি। তবে তাদের শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের পাশে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে আগুনে পুড়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরও অনেকে।