কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরবাগ গোয়ালী এলাকায় একটি খালের ওপর নির্মাণাধীন ব্রিজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, সেতুর ঢালাই ধরা রেলিং সামান্য চাপেই খুলে পড়ছে।
জানা যায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে সেতু ও কালভার্ট প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার বিটেস্বর ইউনিয়নের বীরবাগ গোয়ালী গ্রামে ৯ মিটার দৈর্ঘ্যরে সেতুটির বাজেট ধরা হয়েছে ৩৩ লাখ টাকার কিছু বেশি। কালভার্ট নির্মাণের কাজ পায় কুমিল্লার মেসার্স সোহেল ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই নি¤œমানের উপকরণ ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় বারেক তালুকদার, আলাউদ্দিন তালুকদার ও আব্দুল হামিদ বলেন, পাথরের ঢালাই দেওয়ার কথা থাকলেও ইটের কংকর মিশিয়ে ঢালাই দেওয়া হয়েছে। রেলিংয়ে চারটি রডের পরিবর্তে মাত্র দুটি রড ব্যবহার করা হয়েছে। সিমেন্ট কম দেওয়ায় ঢালাই খসে পড়ছে।
বিটেস্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, রড ও সিমেন্ট কম দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, কালভার্টের নিচের অংশ ঢালাই করার সময় আমাদের লোকজন উপস্থিত থেকে করা হয়েছে। আর রেলিংয়ের ঢালাইটি শুক্রবার বন্ধের দিনে আমাদের অফিসকে না জানিয়ে করেছে ঠিকাদার। আবার রেলিংয়ে রড সিমেন্টও কম দিয়েছে, তাই ভেঙে পুনরায় করার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, অনিয়মের অংশ ভেঙে ফেলা হয়েছে। কাজ সঠিকভাবে সম্পন্ন না করা পর্যন্ত ঠিকাদারকে বিল দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :