যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হৃদয় (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চূড়ামনকাটি বাজারের ইসমাইল ফার্মেসিতে এ ঘটনা ঘটে। হৃদয় কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের বাসুদেবের একমাত্র ছেলে।
ইসমাইল হোসেন জানান, হৃদয় তার ফার্মেসির একজন কর্মচারী। প্রতিদিন সকালে সে দোকান খোলে। ঘটনার সময় তিনি এসে ফার্মেসির শাটার নামানো দেখতে পান। পরে শাটার তুলে দেখতে পান ফ্যানের সঙ্গে হৃদয়ের মরদেহ ঝুলছে। এ সময় চিৎকার দিলে আশপাশের দোকানদারেরা এসে মরদেহ নামান।
বাবা বাসুদেব বলেন, ‘হৃদয় আমাদের একমাত্র ছেলে। বেশ কিছুদিন ধরে তার চলাফেরা এলোমেলো মনে হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি দেখে রোববার তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় কোনো রোগ ধরা পড়েনি। হৃদয় তার কাছে স্বীকার করে, অনলাইনে জুয়া খেলে অনেক টাকা হেরেছে, এ জন্য মাথায় কাজ করছে না। তবু ছেলেকে চিন্তা করতে নিষেধ করেছিলাম।’ বাসুদেব আরও বলেন, ‘মঙ্গলবার সকালে বাড়ি থেকে নাশতা করে হৃদয় ফার্মেসির উদ্দেশে গিয়েছিল। বেলা সাড়ে ১১টার পর জানতে পারি ফার্মেসির মধ্যে গলায় ফাঁস দিয়েছে। অনলাইন জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে ছেলে আত্মহত্যা করেছে।’
চূড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, ‘ফার্মেসির মধ্যে কর্মচারীর গলায় ফাঁস দেওয়ার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। অনলাইন জুয়ায় টাকা হেরে হৃদয় আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’
আপনার মতামত লিখুন :