টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধ দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন পপি খাতুন (২২) নামের এক তরুণী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পপি খাতুন উপজেলার আড়ালিয়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। তার দুই বছরের একটি শিশুসন্তান রয়েছে। স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে বিদ্যুতের তারে দাদি আয়মনা বেগম আটকে যান। তাকে রক্ষায় এগিয়ে আসেন নাতনি পপি। দাদিকে ছাড়াতে পারলেও তিনি তারে আটকে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অরনখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, বাড়ির উঠানে বিদ্যুতের সাইড লাইন থেকে ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :