দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে ২৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার উপজেলার নতুনবাজারে শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামসহ নগদ ৯ হাজার ৮০০ টাকা ও একটি জুয়ার বোর্ড উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সব আসামিকে করে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ জসিম, মাহামুদুল হক, ওবায়দুল ইসলাম, মীর মাসুদ আলম, নুর নবী, রহিমুল ইসলাম সুমন, ওমর আলী, জাহাঙ্গীর আলম, এনায়েত শেখ, মনোয়ার হোসেন, আইয়ুব হোসেন, বুলু, খাদেমুল ইসলাম, নূর মোহাম্মদ, জামাল হোসেন, আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রশিদ, নিবারণ চন্দ্র, রুবেল ও খাইরুল ইসলাম।