কয়েকদিনের টানা বর্ষণে মরণফাঁদে পরিণত হয়েছে নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়কটি। মৃত্যুর ঝুঁকি নিয়েই সেখানে চলছে মোটরসাইকেল, সিএনজি, হালকা ট্রাকসহ অসংখ্য বিভিন্ন যানবাহন। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, নাইক্ষ্যংছড়ি-সোনাইছড়ি-ঘুমধুম সড়কটি বাস্তবায়ন করেছিলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু নির্মাণের পর সড়কটিতে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে প্রতিবছর বর্ষা মৌসুম এলেই নতুন করে সড়কটি ধসে পড়ে। এবারের বর্ষাতেও, নাইক্ষ্যংছড়ি সদর থেকে ঘুমধুম পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির রেজু বড়ইতলি, মনজয় পাড়া, ওরেজুসহ বিভিন্ন স্থানে ধসে গেছে।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, বহুবার এলজিইডিকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন সড়কের অবস্থা এমন হয়েছে, যে কোনো সময় পুরো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
ট্রাকচালক মনির আহম্মদ জানান, আমরা প্রতিদিন ভয়ে ভয়ে গাড়ি চালাই। একটুখানি ভুল হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সংশ্লিষ্টরা দ্রুত ব্যবস্থা না নিলে পুরো বর্ষা মৌসুমেই যাতায়াত বন্ধ হয়ে যাবে।
এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমি সরেজমিন পরিদর্শন করেছি। বিষয়টি জেলা অফিসকে জানিয়েছি এবং দ্রুত বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছি। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।