রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে টিয়ারশেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার জনগণ আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে হঠাৎ বিকট শব্দে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ওই মাঠের পাশেই অবস্থিত বাজারের ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় বাসিন্দারা হতভম্ব হয়ে পড়েন। পরে মিঠাপুকুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুল মাঠে একটি টিয়ারশেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বাজারে থাকা লোকজন ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে পুলিশ টিয়ারশেল বিস্ফোরণের কথা বললেও ঘটনাটি সাধারণ নয় বলে মনে করছেন এলাকার সচেতন মহল। স্কুল মাঠ ও ছড়ান বাজার এলাকায় এমন একটি শক্তিশালী বস্তুর বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের দেখা দিয়েছে। এর পেছনে কোনো চক্রের বড় ধরনের উদ্দেশ্য বা ষড়যন্ত্র থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জনান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিস্ফোরণ হওয়া বস্তুটি টিয়ারশেল সদৃশ। কীভাবে এটি বিস্ফোরণ হলো, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব না।
আপনার মতামত লিখুন :