ভারত থেকে উজানের পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় শার্শা-বেনাপোল সীমান্তবর্তী এলাকায় শত শত একর ফসলি জমি, বিশেষ করে আমন ধান প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ এবং ভারতের অভ্যন্তর থেকে প্রবাহিত পানির কারণে বেনাপোলের দৌলতপুর ও পুটখালী এলাকা ব্যাপক জলমগ্ন হয়ে পড়েছে। এতে রাস্তাঘাট, মাছের ঘের ও পুকুর ভেসে যাওয়ায় কৃষকদের বড় ধরনের ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, ভারতের উজান থেকে ইছামতী নদীর পানি বেড়ে প্রবাহিত হওয়ায় বাংলাদেশে প্লাবন সৃষ্টি হয়েছে। বিশেষ করে দৌলতপুর ও পুটখালী এলাকায় বহু ফসলি জমি ও বাড়িঘর তলিয়ে গেছে। বাঁওড় ও মাছের ঘের ভেসে গেছে। এই এলাকার কৃষকেরা মাছ ও ধান চাষ করে জীবিকা নির্বাহ করেন।
দৌলতপুর গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘প্রতিবছরই বর্ষা মৌসুমে ভারতীয় উজান থেকে পানি প্রবেশ করে আমাদের এলাকায়। এবার অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় কয়েকশ একর জমির আমন ধান প্লাবিত হয়েছে। মাছের ঘের ও আখের খেতেও ব্যাপক ক্ষতি হয়েছে।’
কৃষক আলী আহম্মেদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই মাঠে আমন ধান চাষ করি। এবার ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানি ও অবিরাম বৃষ্টির কারণে শত শত একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কোনো উপায় নেই, পথে বসার অবস্থা হয়েছে।’
পুটখালী এলাকার আমিন উদ্দিন বলেন, ‘আমার মাছের ঘের পানিতে ভেসে গেছে। আমার মতো অনেকেই একই অবস্থায় আছে। প্রকৃতির কাছে আমরা অসহায়।’
এদিকে, শার্শার কায়বা এলাকায় ইছামতী নদীর উজানের পানি বেড়ে স্থানীয় ৫০০ একর ফসলি জমি প্লাবিত হয়েছে। এ এলাকায় গোগা, শান্তিপুর, বাইকোলা, গাজীর পাড়ের কায়বা, পাঁচকায়বা, ভবানীপুর ও রুদ্রপুর ইউনিয়নের জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকেরা জানান, ভারি বর্ষণ এবং ভারতের উজানের পানির তীব্র প্রবাহের কারণে নদী উপচে পড়ায় এই এলাকার ফসলি জমি প্লাবিত হয়েছে।
আপনার মতামত লিখুন :