জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাসসহ ছয় জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজন বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সময় পিছিয়েছে। এ ঘটনার বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আগামীকাল সোমবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হবে।
রোববার (১০ আগস্ট) আসামিদের আদালতে উপস্থিত করা হলেও পরে সময় পিছিয়ে দেওয়া হয়।
বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ এ ঘটনা নিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
এই মামলায় আট আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম গ্রেপ্তার রয়েছেন।
অন্যদিকে পলাতক রয়েছেন ডিএমপির বরখাস্ত সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ১৪ জুলাই এই আট আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করা হয়েছিল।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন