ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৮:৫৯ এএম

মাদকের টাকা জোগাড় করতে মাত্র ৫০ হাজার টাকায় তিন মাস বয়সি নিজের কন্যাশিশুকে বিক্রি করে দিয়েছিলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মিরাজ হোসেন (২৮) নামে এক যুবক। পরে পুলিশের চেষ্টায় শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে মিরাজকে গ্রেপ্তার করে গতকাল শনিবার নারী নির্যাতন আইনের মামলায় আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মিরাজ উপজেলা সদরের জুনাবীর পাড়ায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার আধুনগর মছদিয়া এলাকা হতে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে মিরাজ মাদকের টাকা জোগাড় করতে নিজের তিন মাস বয়সি কন্যাশিশুটিকে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিলেন। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে পুলিশে খবর দেন। পরবর্তী সময়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

শিশুটির মা জানান, তার স্বামী একজন মাদকাসক্ত। তিনি সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই তাকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং মিরাজের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।