সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত সোমবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন- শ্যামনগর উপজেলা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোতালেব হোসেন খাঁ, শ্যামনগর পৌর বিএনপির সার্চ কমিটির সদস্য মফিজুর রহমান মফু ও বিএনপি কর্মী সলতে বাবু। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কাউন্সিল নির্বাচনে ভোট প্রদানে বাধা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে শ্যামনগরে বিএনপি ও যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। একই সঙ্গে কালিগঞ্জ উপজেলার ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন