চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্কুল ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গ ও মারামারির ঘটনায় ২২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্কুল প্রাঙ্গণে একদল শিক্ষার্থীর মারামারি ও অশোভন আচরণের ঘটনায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয় এবং সহপাঠীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে দুজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ২০ জনকে বিভিন্ন মেয়াদে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতদের মধ্যে নবম শ্রেণির ৯ জন ও দশম শ্রেণির ১৩ জন রয়েছে। প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকার বলেন, মারামারি, শৃঙ্খলাভঙ্গ ও সহপাঠীদের জন্য অশান্ত পরিবেশ তৈরি করাসহ গুরুতর অভিযোগের প্রমাণ মিলেছে। এ কারণে বিদ্যালয়ের ভাবমূর্তি ও সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে ২২ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন